HEADLINE
অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু বাবুলিয়ায় বি.বি ইটভাটা ধ্বংস, এস.বি.এল ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা কাদাকাটি ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা ৮ মাস অনুপস্থিত সাতক্ষীরা-৪ আসনে নৌকার মনোনয়ন সংগ্রহ করেছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা বাবলুর রহমান সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মা-ছেলে আহত দেবহাটা নির্বাচন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:০২ অপরাহ্ন

ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় চোরের উপদ্রব বৃদ্ধি, আতঙ্কে এলাকাবাসী!

নিজস্ব প্রতিবেদক / ৪১৩
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডে গত ১সপ্তাহে ব্যাপক চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। দিন-দুপুরে, সন্ধ্যার পর, মধ্যরাতে সঙ্গবদ্ধ চোরেরা নেশার টাকা জোগাড় করার জন্য এসব চুরি সংঘটিত হচ্ছে বলে ধারণা স্থানীয়দের। ফলে আতঙ্কে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।

জানা গেছে, গত এক সপ্তাহে ওয়ারিয়া গ্রামের আনু ফকিরের বাড়ি থেকে ৩টা মোবাইল, মাইক সেট, ব্যাটারি নিয়ে যায়। সহিদুল গাজীর বাড়ি থেকে গ্যাসের চুলাসহ গ্যাস সিলিন্ডার, মধু গাজীর বাড়ি থেকে ৪টা পানির ড্রাম, শিশির গাইনের বাড়ি থেকে মোটর, রুহুল আমিন সরদারের বাড়ি থেকে নির্মানাধীন বিল্ডিং তৈরীর জন্য কিনে রাখা রড কেটে নিয়ে যায়। এছাড়া সন্ধার পর টিউবওয়েলের উপরের অংশ ও বাহিরে জ্বালিয়ে রাখা বাল্ব, দিনে নিতাই ঘোষের বাইসাইকেল চুরি হয়ে গেছে। ভুক্তভোগীদের ধারণা এসকল চুরির মালামাল স্থানীয় ব্যবসায়ী নামধারি কিছু পুরাতন টোকাইদের কাছে বিক্রি করছে চোরেরা। তবে সঙ্গবদ্ধ উঠতি বয়সী যুবকেরা মাদক কেনার টাকা ম্যানেজ করার জন্য একের পর এক এলাকায় চুরির ঘটনা ঘটছে। ফলে এলাকায় মহল্লাদার ও সংশ্লিষ্ট প্রশাসনের নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী পুটু বলেন, চুরির ঘটনা গুলো শুনেছি। তার পরপরই এলাকায় নজরদারি বাড়িয়েছি। কারা এসব চুরি করছে আশা করছি তাদেরকে দ্রুত ধরতে পারবো!


এই শ্রেণীর আরো সংবাদ