HEADLINE
৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় পলাতক আসামি যশোরে গ্রেপ্তার দেবহাটায় নদীতে কাঁকড়া ধরতে গিয়ে শিশুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু সাতক্ষীরায় দু’বস্তা ফেনসিডিল’সহ মাদক কারবারি গ্রেপ্তার আমাদের সাতক্ষীরা জেলা উন্নয়নে অনেকটা অবহেলিত
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

যুদ্ধ

কবিঃ অহিদুজ্জামান টনি / ৮৭৯
প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

কবিঃ অহিদুজ্জামান টনি

আমি দেখিনি যুদ্ধ,
যায় নি তো যুদ্ধে।
লড়াই করিনি শত্রুর বিরুদ্ধে,
শুধু গুরুজনের মুখে শুনেছি।

ইতিহাসের পাতায় পড়েছি,
আমি কল্পনায় যুদ্ধের ছবি এঁকেছি।
কখনো চোখের জলে বুক ভাসিয়েছি,
কখনো আনন্দে মেতেছি।

আমি শুনেছি এক অপেক্ষায় থাকা মায়ের কথা,
যার বুক ভরা সন্তান না ফেরার বেথা।
এক বিধবা বধূর স্বামী হারা কান্না,
লক্ষ বাঙালির রক্তের বন্যা।

পিতা হারা সন্তানের প্রতিশোধের আকাঙ্ক্ষা,
সেই অসহায় বালক যার নিস্পাপ সত্তা।
মানুষের স্বাধীনতা দেখবার কামনা,
লাশের পাশে শকুনের ডাক।

এসে বসেছে ঝাক ঝাক,
এমন সময় বাংলার বুকে এক সংগ্রামী নেতা।
যে এসে দিলো স্বাধীনতার ঘোষণা,
তার নাম ইতিহাসের পাতায় পাতায় গাঁথা।

তার একটি বাক্য দিয়েছিলো শত্রুর বুক কাঁপিয়ে,
বাঙ্গালী পড়েছি শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে।
তাঁর দীর্ঘ নয় মাস যুদ্ধের পরে,
স্বাধীন বাংলা পেলাম ফিরে।

মুছে যায় মায়ের কান্না,
থেকে যায় সন্তান না ফেরার বেথা।
আমরা সেই বীর যোদ্ধাদের কখনো ভুলবো না,
তোমরা থাকবে প্রতিটি বাঙালির হৃদয়ে।

তোমরা থাকবে প্রতিটি বাঙালির স্বপ্নে,
তোমরা থাকবে এ দেশের জামিনে আসমানে,
তোমরা চিরকাল বাংলায় বেঁচে রবে।


এই শ্রেণীর আরো সংবাদ