HEADLINE
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
বুধবার, ০৭ জুন ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন

ঈদে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে ‘ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘ’

নিজস্ব প্রতিবেদক / ৫২৬
প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২

পবিত্র রমজান শেষে এলো খুশির ঈদ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় সুবিধা বঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যায় নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার অন্যতম সামাজিক সংগঠন ‘ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘ’ বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এরই ধারাবাহিকতায় রবিবার ১ মে দিনব্যাপী এ সংগঠনের উদ্যোগে ২৫০ অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে সেমাই, চিনি, বাদাম, কিচমিচ, পেঁয়াজ, রসুন, সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন বলেন, ‘আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাই ঈদে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের সংগঠন থেকে কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আর তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরাও খুশি।’ এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল হামিদ শেখ, সাধারণ সম্পাদক আলীরাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হোসেন, সাংগঠনিক সম্পাদক রানা হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য কবিরুল ইসলাম, আবিদ হোসেন প্রমূখ।


এই শ্রেণীর আরো সংবাদ