HEADLINE
সাতক্ষীরা সীমান্তে অপরাধ দমনে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক ঝাউডাঙ্গা হাইস্কুল জামে মসজিদের ওযুখানা নির্মাণ কাজ উদ্বোধন শ্যামনগরে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু কাশ্মিরি ও থাইআপেল কুল চাষে সফল সাতক্ষীরার মিলন ঝাউডাঙ্গা সড়কে বাস উল্টে ১০জন আহত ঝাউডাঙ্গায় জমকালো আয়োজনে শুরু হচ্ছে পৌষ সংক্রান্তি মেলা কালিগঞ্জে শীতার্ত মানুষের পাশে ”বিন্দু” মাদ্রাসা শিক্ষক শামসুজ্জামানের বিরুদ্ধে ফের ছাত্র বলাৎকারের অভিযোগ স্বামী বিবেকানন্দ দর্শন আমাদের মুক্তির পথ : সাতক্ষীরায় ১৬০তম জন্মবার্ষিকী উৎসবে আলোচকরা আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি, ১৫ লাখ টাকা ও ৩৪ ভরি স্বর্ণালঙ্কার লুট 
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৬:১৬ অপরাহ্ন

ঈদে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে ‘ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘ’

নিজস্ব প্রতিবেদক / ৪৬৯
প্রকাশের সময় : রবিবার, ১ মে, ২০২২

পবিত্র রমজান শেষে এলো খুশির ঈদ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসহায় সুবিধা বঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যায় নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার অন্যতম সামাজিক সংগঠন ‘ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘ’ বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এরই ধারাবাহিকতায় রবিবার ১ মে দিনব্যাপী এ সংগঠনের উদ্যোগে ২৫০ অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে সেমাই, চিনি, বাদাম, কিচমিচ, পেঁয়াজ, রসুন, সাবানসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে সংগঠনের প্রধান উপদেষ্টা আমজাদ হোসেন বলেন, ‘আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাই ঈদে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের সংগঠন থেকে কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। আর তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরাও খুশি।’ এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল হামিদ শেখ, সাধারণ সম্পাদক আলীরাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হোসেন, সাংগঠনিক সম্পাদক রানা হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য কবিরুল ইসলাম, আবিদ হোসেন প্রমূখ।


এই শ্রেণীর আরো সংবাদ