সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে মাটি বহন ডাম্পার উল্টে নাজমুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে ঘটনাটি বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে এই ঘটনা ঘটেছে। কৈখালী ইউনিয়ন এর যাদবপুর গ্রামের মৃত জুব্বার মোল্লার পুত্র মোঃ নাজমুল হাসান (৩০) এলাকায় একস্থান থেকে অন্যস্থানে ডাম্পার দিয়ে মাটি এনে ভরাটের কাজ করতো। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে কৈখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় পুকুরে মাটি ফেলতে গিয়ে ডাম্পারটি উল্টে গেলে ডাম্পার চালক নাজমুল চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।