বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০২:৫৪ পূর্বাহ্ন

তালার ধানদিয়ায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

হাবিবুল্লাহ বাহার / ৬৭৬
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২


তালার ধানদিয়ায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার ৩জুন সকাল সাড়ে ৯ টার সময় তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের ধানদিয়া কাটাখালি গ্রামের রফিকুল ইসলাম মোড়লের ছেলে ইমামুল হোসেন (দেড় বছর)পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়।

প্রতিবেশীরা জানান,  আজ সকালে শিশু ইমামুল হোসেনকে বাড়িতে রেখে তার মা পাশেই ছাগল বাধতে যায়। সেই সুযোগে সে খেলা করতে করতে  সবার অজান্তে আড়ির পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়।অনেক খোজা খুজির পর প্রতিবেশীরা উক্ত পুকুর থেকে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। তার মৃত্যুতে এলাকায় শোখের ছায়া নেমে এসেছে।


এই শ্রেণীর আরো সংবাদ