HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:১৮ অপরাহ্ন

পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি, ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ২২৬
প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩

সাতক্ষীরায় মাত্র পাঁচ টাকার জন্য কথা কাটাকাটির এক পর্যায়ে ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার ১৯শে মার্চ রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মোচড়া মোড়ে এঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তি মোচড়া গ্রামের জহুরুল ইসলামের পুত্র মোমরেজুল ইসলাম (৫২) অভিযুক্ত ভ্যান চালক মিন্টু (৩৫) একই গ্রামের শফিকুল ইসলামের পুত্র। নিহত মোমরেজুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম জানান, তার বাবাসহ চারজন যাত্রী রবিবার রাত ৮টার দিকে আখড়াখোলা বাজার থেকে একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিন্টুর ব্যাটারী চালিত ভ্যানে মোচড়া মোড়ে নামেন। এ সময় প্রত্যেকের কাছে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা করে ভাড়া চায় মন্টু। বাবা দিতে রাজী না হওয়ায় তাকে মটর ভ্যানের চাবি হাতের মুঠোর মধ্যে ঢুকিয়ে বাবার মাথায়ও মুখে এলোপাতাড়ি ঘুষি মারেন। এতে রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে যান বাবা। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসক বাবলুর রহমান ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করালে রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, ভ্যান চালকের সাথে ধাক্কাধাক্কির এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই শ্রেণীর আরো সংবাদ