HEADLINE
আসুন সবাই মিলে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা দূর করি সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:৪১ পূর্বাহ্ন

পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি, ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৩০৬
প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩

সাতক্ষীরায় মাত্র পাঁচ টাকার জন্য কথা কাটাকাটির এক পর্যায়ে ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার ১৯শে মার্চ রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মোচড়া মোড়ে এঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তি মোচড়া গ্রামের জহুরুল ইসলামের পুত্র মোমরেজুল ইসলাম (৫২) অভিযুক্ত ভ্যান চালক মিন্টু (৩৫) একই গ্রামের শফিকুল ইসলামের পুত্র। নিহত মোমরেজুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম জানান, তার বাবাসহ চারজন যাত্রী রবিবার রাত ৮টার দিকে আখড়াখোলা বাজার থেকে একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিন্টুর ব্যাটারী চালিত ভ্যানে মোচড়া মোড়ে নামেন। এ সময় প্রত্যেকের কাছে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা করে ভাড়া চায় মন্টু। বাবা দিতে রাজী না হওয়ায় তাকে মটর ভ্যানের চাবি হাতের মুঠোর মধ্যে ঢুকিয়ে বাবার মাথায়ও মুখে এলোপাতাড়ি ঘুষি মারেন। এতে রক্তাক্ত হয়ে রাস্তায় পড়ে যান বাবা। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসক বাবলুর রহমান ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করালে রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন, ভ্যান চালকের সাথে ধাক্কাধাক্কির এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই শ্রেণীর আরো সংবাদ