HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:০২ পূর্বাহ্ন

বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঝাউডাঙ্গায় দু’দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজন

মোমিনুর রহমান সবুজ / ৪৫৭
প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইউনিয়ন আ, লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের আয়োজনে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে।

উক্ত অনুষ্ঠান সূচিতে ঝাউডাঙ্গা জগন্নাথ মন্দির প্রাঙ্গণে প্রথম দিন ২১ ডিসেম্বর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ও আলোচনা সভা। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে ঢাকা খুলনার শিল্পীদের সমন্বয়ে সারা রাত্র ব্যাপি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাস্টার আনিছ উদ্দিন, সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী বিশ্বাস, কৃষকলীগ ঢাকা উত্তরের সহ-সভাপতি এম মাসুদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আশরাফুজ্জামান বাবলু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, জেলা যুবলীগের মোঃ সোহরাব হোসেন সাজু, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শেখ আব্দুর রশিদ ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবলীগ। ২২ ডিসেম্বর একই স্থানে অনুষ্ঠিত হবে জাতীয় দলের খেলোয়াড়দের সমন্বয়ে ৮ দলীয় পাপড়ী ব্যাডমিন্টন টুর্নামেন্ট। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফাতেমা-তুজ-জোহরা,কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, মোঃ শাহজাহান এডি আঞ্চলিক পাসপোর্ট অফিস ঝাউডাঙ্গা পল্লী বিদ্যুতের ডিজিএম রাকিবুল ইসলাম। ব্যাডমিন্টন টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় পাপড়ী এগ্রো লিমিটেডের ব্যবস্থাপক মাসুদুর রহমান। উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছেন পাপড়ী এগ্রো লিমিটেড। ব্যাডমিন্টন টুর্নামেন্ট বিজয়ী দল পাবে নগদ এক লক্ষ টাকা ও রানার্সআপ দল পাবে নগদ ৭৫ হাজার টাকা। দুই দিনব্যাপী অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি।


এই শ্রেণীর আরো সংবাদ