HEADLINE
ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ মায়ের অনুপ্রেরণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাতক্ষীরার মাসুদ রানা সাতক্ষীরার ১০ লক্ষ মানুষ মাছ চাষের উপর নিরর্ভরশীল প্রধানমন্ত্রীর প্রাননাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ন

ঝাউডাঙ্গায় ব্যাবিলন গ্রুপের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

মোমিনুর রহমান সবুজ / ৪১৬
প্রকাশের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ২৫শে ডিসেম্বর সকালে ইউনিয়ন ভূমি অফিস কার্যালয় চত্বরে কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যাবিলন গ্রুপের পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

তীব্র শীতে কম্বল পেয়ে খুশি শীতার্তরা। এসময় ব্যাবিলন গ্রুপের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ব্যাবিলন গ্রুপের চিফ অপারেটিং অফিসার মাহমুদ হাসান প্রিন্স। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত গ্রুপের মানবসম্পদ বিভাগের এজিএম আতিকুল ইসলাম অপু, মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার এস.এম. মহিদুল ইসলাম, সাউথ রিজিওন সেলস্ ম্যানেজার জহুরুল ইসলাম, রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ রোকনুজ্জামান, পেস্টিসাইড প্রডাক্ট পোর্টফোলিও এসিস্ট্যান্ট ম্যানেজার সুজন মিয়া, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, মোমিনুর রহমান সবুজ ও উক্ত কোম্পানির স্থানীয় ডিলার তাপস সরকারসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা কৃষি কাজে নিয়োজিত কৃষকদের উন্নয়নে কাজ করার পাশাপাশি তীব্র এই শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ বলে মনে করছি। শীতে সাধারণ মানুষ যখন উষ্ণতা খুঁজে ফিরছেন তখন মানবকল্যাণে এ ধরনের উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে যেকোনো দুঃসময়ে অসহায় মানুষের পাশে থাকবে ব্যাবিলন গ্রুপ।” পরে ঝাউডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা হতদরিদ্র, দুস্থ ও অসহায়সহ ২’শ ৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে সন্তষ্টি প্রকাশ করেন অসহায় মানুষগুলো।


এই শ্রেণীর আরো সংবাদ