মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ন

আশাশুনিতে মৎস্য ঘের কর্মচারীকে মারপিট ও মাছ লুটপাট

জ্বলেমিন হোসেন, আশাশুনি / ৮৮৬
প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যায় মৎস্য ঘেরের কর্মচারীকে বেধড়ক মারপিট, মাছ লুটপাটের ঘটনা ঘটেছে এবং একপর্যায়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। জানা যায় শনিবার রাত ১২ টায় সংঘবদ্ধ একদল চোর দেশীয় অস্ত্র নিয়ে কুলতিয়ার মোড় অবস্থিত ফিরোজ আহম্মেদ জজের ৪ বিঘা মৎস্য ঘেরে হামলা চালায়। তার ঘেরের কর্মচারী কুল্যা গ্রামের মৃত হাজের আলি সরদারের ছেলে জিয়ারুলকে হাত, পা ও মুখ বেঁধে বেধড়ক মারপিট করে এবং সংঘবদ্ধরা বেড় জাল দিয়ে সাদা মাছ লুটপাট করে। তখল জিয়ারুল চিৎকারের চেষ্টা করলে তাকে প্রচন্ডভাবে আবারও মারধর করে। একপর্যায়ে মৃতভেবে বাঁধা অবস্থায় কুলতিয়ার মোড়ে হাজী ব্রিক্সে একটা কর্দমাক্ত জায়গায় ফেলে রেখে যায়। রবিবার সকাল ৬ টার সময় এলাকাবাসি তাকে দেখতে পেয়ে উর্দ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। 


এই শ্রেণীর আরো সংবাদ