HEADLINE
ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ মায়ের অনুপ্রেরণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন সাতক্ষীরার মাসুদ রানা সাতক্ষীরার ১০ লক্ষ মানুষ মাছ চাষের উপর নিরর্ভরশীল প্রধানমন্ত্রীর প্রাননাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ সমাবেশ
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০২:৫২ পূর্বাহ্ন

আশাশুনির বুধহাটায় অসহায় ও রোগ যন্ত্রণায় ৪ বছর কাঁদছে রহমান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি / ৭৮৩
প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা সরকারি গোরস্থানের কাছে ভ‚মিহীন আব্দুর রহমান গত ৪ বছর ধরে ক্ষুধা ও রোগ যন্ত্রনায় কাতর হয়ে কেঁদে ফিরছেন। খাবার যোগাড়ের উপায় না থাকা এবং ঔষধ কেনার সংস্থানের অভাবে ক্ষুধা ও রোগযন্ত্রণায় নিতান্ত অসহায় হয়ে পড়েছে রহমান।


জানাগেছে, আঃ রহমান প্রতিবন্ধী ছিলনা। ঢাকায় ছোটখাট চাকরি নিয়ে যে আয় হতো তাতে বিধবা মাকে নিয়ে তাদের ভাল ভাবেই চলতো। কিন্তু “দুঃখ যার নিত্য সঙ্গী তার কপালে সুখ বেশীদিন সহেনা” এমন বচন সত্যি সত্যি রহমানের জীবনে বাস্তব হয়ে দেখা দিয়েছে। পিতার আশ্রয়ে আগলে থাকার সুযোগ তার ভাগ্যে জোটেনি। বিধবা মাকে নিয়ে তাই কষ্টে কেটেছে তার ছোটবেলা। বড় হয়ে মায়ের মুখে হাসি ফোটানোর অদম্য ইচ্ছা ও আকাঙ্খা বুকে ধারণ করে রহমান ঢাকায় গিয়েছিল কাজের সন্ধানে। পেযেছিল একটা ছোট্ট কাজ। বেশ ভালই কাটছিল তাদের। কিন্তু না সুখ তার কপালে বেশিদিন রইলনা। দুর্ঘটনা কবলিত হয়ে যাকিছু আয় করেছিল তা সবই চিকিৎসার পিছনে শেষ হয়ে গেল। টাকা শেষ হয়ে গেলেও তার দুঃখ ছিলনা, তাকে পথে বসিয়েছে দুর্ঘটনার কারণে তাকে প্রতিবন্ধী হয়ে চিরদিনের মত অক্ষম হয়ে পড়া। চার চারটি বছর রহমান বিছানায় শুয়ে মানবেতর জীবনযাপন করছে। সংসার খরচ, চিকিৎসা খরচ যোগানোর কোন উপায় নেই তাদের।


তাই এখন অসুস্থতা আর ক্ষুধার যন্ত্রণা তাদেরকে তিলে তিলে নিঃশেষ করে দিচ্ছে। ক্ষুধার জ্বালার পাশাপাশি নিজেকে খুবই কষ্টকর পরিস্থিতির মুখে দিন যাপন করতে হচ্ছে। প্রস্রাব করাতে হয় নলের সাহায্যে। ৪টা বছর এভাবেই চলছে তার জীবন। এখন যন্ত্রণাদায়ক কারণ হয়ে তার সঙ্গী হয়ে রয়েছে, টয়লেট করা। টয়লেটের কোন মানুষকে দু’টি পা দিয়ে তার পেটের উপরে দাঁড়িয়ে চাপ দিলে তার টয়লেট হয়! এ যন্ত্রণা কেউ কখনো দেখেছেন কিনা তা আমাদের জানানেই।


অসহায় রহমানের মাতা জানান, ১৭ বছর বিধবা হয়ে দিনযাপন করছেন তারা। না আসে জমি, না আছে তাদের জন্য বসবাসের ঘর। কিন্তু তারপরও তিনি কোন ভাতার কার্ড পায়নি। পুত্র আব্দুর রহমান ৪ বছর প্রতিবন্ধী অবস্থায় মৃত্যুর মুখে করুন আকুতি শুনিয়ে যাচ্ছে, কিন্তু সেও পাইনি কোন ভাতার কার্ড। অসহায় পরিবারের পাশে দাঁড়াতে চাইলে ০১৮৭৭৪৩৫১১৮ মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ জানান হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ