HEADLINE
সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০৯ অপরাহ্ন

সেচ্ছাসেবী সংগঠন উদারতার ৯ম উদারতা দিবস উদযাপিত

মফিজুল ইসলাম / ২১৩
প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

সাতক্ষীরা জেলার অন‌্যতম বৃহৎ স্বেচ্ছা‌সেবী সংগঠন উদারতার সা‌র্বিক ব‌্যবস্থাপনায় ৯ম উদারতা দিবস পা‌লিত হ‌য়ে‌ছে। শনিবার (১৩ জানুয়ারী) সকাল ১১ ঘটিকায় আশাশু‌নির উপজেলার মা‌ড়িয়ালা মাধ‌্যমিক বিদ‌্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।


সেচ্ছাসেবী সংগঠন উদারতার ৯ম বর্ষপূতি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান নীলিমা জিসান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু। অন‌্যান‌্য অ‌তি‌থিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠ‌নের উপ‌দেষ্টা মাষ্টার মোস‌লেম আলী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির, মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, সহকারী শিক্ষক হাসান, সাংবা‌দিক ম‌ফিজুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে উপ‌স্থিত ছিলেন সাতক্ষীরা সরকা‌রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ইদ্রিস আলী। তি‌নি তার বক্ত‌ব্যে ব‌লেন, উদারতা শিক্ষা ক্ষেত্রে যে অবদান রেখে চলেছে সে‌টি অনেক বড় পাওয়া উপকূলবাসীর জন‌্য। উদারতা শিক্ষাবৃ‌ত্তি যেটি উপকূ‌লের প্রতি‌টি মানু‌ষের কা‌ছে তুমুল জন‌প্রিয় এবং প্রশংসনীয় এক‌টি শিক্ষা কার্যক্রম। এমসয়ে উপ‌স্থিত ছি‌লেন সংগঠ‌নের সকল স্বেচ্ছা‌সেবকরা। সমাপনী বক্ত‌ব্যে সংগঠ‌নের প‌রিচালক শিমুল আহ‌ম্মেদ ব‌লেন, উদারতা শতভাগ স্বচ্ছতা , জবাব‌দিহীতার মাধ‌্যমে সকল কার্যক্রম প‌রিচালনা ক‌রে আজ এ অবস্থানে এসে পৌঁ‌ছে‌ছে। সমগ্র অনুষ্ঠান‌টি সঞ্চালনায় ছি‌লেন সংগঠ‌নের দপ্তর সম্পাদক আশিকুর রহমান ও পবিত্র কোরআন তেলওয়াত করেন সেলিম হোসেন। সংগঠনের ৯ম বর্ষ উদযাপন উপলক্ষে অর্ধশতাধিক শিক্ষার্থীদের মধ্যে বৃ‌ত্তি প্রদান করা হয়। আলআমিনের নেতৃ‌ত্বে মহ্ন‌্যান‌ভো‌জের আয়োজন করা হয়। সব শে‌ষে সন্ধ‌্যায় ক‌ফি‌ভেলা এবং প্রিয়াংকা নীট গা‌র্মেন্টে‌সের সৌজ‌ন্যে সাতক্ষীরা খুলনার শিল্পী‌দের প‌রি‌বেশনায় ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক সন্ধ‌্যা অনুষ্ঠিত হয়।


এই শ্রেণীর আরো সংবাদ