HEADLINE
কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় পলাতক আসামি যশোরে গ্রেপ্তার দেবহাটায় নদীতে কাঁকড়া ধরতে গিয়ে শিশুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

সুস্থ সমাজের সান্নিধ্যে কিছুক্ষণ

বিপ্লব মজুমদার, আশাশুনি / ৩১১
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

বিপ্লব মজুমদার: সমাজ বলতে আমরা সঙ্ঘবদ্ধ জনগোষ্ঠীকে বুঝে থাকি। বসবাসরত মানুষের একত্রিত বিচরণ ক্ষেত্রই হল সমাজ। যেখানে মানব আচরণের পূর্ণ ভাব প্রতিফলিত হয়। মানব আচরণের পূর্ণভাব হচ্ছে – মানুষের ভালো লাগা,মন্দ লাগা ,আবেগ -অনুভূতি ,ভাষা কিংবা সংস্কৃতির সার্বিক দর্পণ । আর এই পূর্ণভাব তথা সার্বিক দর্পণের মাধ্যমেই একটি শিশুর সামাজীকিকরণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। কিন্তু সেই সমাজ যদি সুস্থ হয়, তাহলে প্রজন্মের ভাবগত আচরণ ও বৈশিষ্ট্যগত আচরণও সুস্থ, সুন্দর ও সার্থক হবে। এক একটি পরিবার হচ্ছে একটি বৃহৎ সমাজের অংশমাত্র। একটি পরিবারের সার্বিক আচরণ যেমন পরিবারের সদস্যদের উপর প্রভাব ফেলে। তেমনি একটি সমাজের সদর্থক ও কদর্থ আচরণ কিংবা বৈশিষ্ট্য সেই সমাজে বসবাসকারী মানুষের উপর প্রভাব ফেলবে বৈকি ; প্রত্যন্ত গ্রাম বাংলার অজ পাড়া গাঁয়ের কোন এক সরল অশিক্ষিত মায়ের অশিক্ষিত সন্তান যখন তার মা’কে তুই বলে সম্বোধন করে তখন ‘তুই ‘ সম্বোধনের ভিতরে যে কত সারল্য, কত লাবণ্য, কত মাধুর্য লুকিয়ে থাকে! সেটা বোধহয় সেই সমাজে বসবাসকারী ব্যক্তি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। সুস্থ সমাজের প্রকৃত সৌন্দর্যটা এখানে। তিল তিল করে গড়ে ওঠা যেন হাজার বছরের সংস্কৃতি। রঙে ঢাকা, ঢঙে গড়া যে সমাজ চুরি ছিনতাই, রাহাজানি ধর্ষণ কিংবা শোষণকে নিরবে সমর্থন করে,সেখানে আর যাই হোক শিশু যদি তার মাকে ‘আপনি’ বলেও সম্বোধন করে, সেটা কখনো সুস্থ সমাজের উদাহরণ হতে পারে না। সুস্থ সমাজ তো আমরা তাকেই বলবো – যেখানে মানুষের মানের হুশ থাকবে, মানুষের মানবিক মূল্যবোধ দৃঢ় হবে , মানুষের সাথে মানুষের আচরণ ও ভাবগত মেলবন্ধন অটুট থাকবে। সার্বিক অপরাধ প্রবণতাকে মানুষ এককভাবে নয় বরং সম্মিলিত প্রয়াসে প্রতিরোধ করবে। এটাই তো সুস্থ সমাজের সজীব উদাহরণ। যেখানে অনুভূতিশীল, প্রগতিশীল প্রাণী হিসেবে মানুষের কন্ঠে বারবার ধ্বনিত হোক ভূপেন হাজারিকার গাওয়া সেই বিখ্যাত গানটি “মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে…..”।বিরক্ত বিষাক্ত মন ফিরে পেতে চাবে তার স্বপ্নে লালন করা সুস্থ সমাজের সান্নিধ্য।

লেখক: বিপ্লব মজুমদার, আশাশুনি, সাতক্ষীরা।


এই শ্রেণীর আরো সংবাদ