HEADLINE
৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় পলাতক আসামি যশোরে গ্রেপ্তার দেবহাটায় নদীতে কাঁকড়া ধরতে গিয়ে শিশুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু সাতক্ষীরায় দু’বস্তা ফেনসিডিল’সহ মাদক কারবারি গ্রেপ্তার আমাদের সাতক্ষীরা জেলা উন্নয়নে অনেকটা অবহেলিত
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:২৭ পূর্বাহ্ন

কবিতাঃ মহাকাশ ভ্রমন

শ্রুতি খান / ১০৮৪
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

আমি পৃথিবী ভ্রমণ করতে পারিনি,
কিন্তু মাঝে মাঝে মহাকাশ ভ্রমন করি।
প্রতিদিন মনের জ্বালা মিটাতে,
জ্বলন্ত সূর্যের কাছে যাই।

সূর্যের তাপদাহ আমার কাছে শীতল মনে হয়, হৃদয়ের অগ্নীশ্বর এতটা তাপদাহে উপনিত হয়।
যা সূর্যের কাছেও তেমন কোন জাগতিক বিষয় নয়।
সূর্য আমাকে গ্রহন করে নিজেকে শক্তিশালী করতে নিজ অবস্থান টিকাতে সে আমার দিকেই ছুটে আসে।

আমার ও সূর্যকে বড্ড অসহায় মনে হয়,
সূর্যের কাছে যত দ্রুত ছুটে যাই।
তারচেয়েও অধিক গতিতে সে আমার দিকেই ছুটে আসে-দেখা হয়।
সূর্য কখনো পুড়াতে পারেনি আমাকে।

সে অসহায় হয়ে আমার বুকের মাঝে পতিত হয়,
তখন আমি সূর্যের চেয়েও শক্তিশালী হয়ে উঠি।
তার চেয়েও বহুগুন বড় নক্ষত্র হয়ে সূর্যকে আগলে রাখি,
এখন কম করে হলেও কয়েক শত সূর্যকে গর্ভে ধারন করতে পারি।

আমি পৃথিবী ভ্রমন করতে পারিনি তবে,
মাঝে মাঝে মহাকাশ ভ্রমন করি।
সূর্যের আলিঙ্গনে বহুগুন বড় নক্ষত্র হয়ে উঠি।


এই শ্রেণীর আরো সংবাদ