HEADLINE
সাতক্ষীরা সীমান্তে অপরাধ দমনে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক ঝাউডাঙ্গা হাইস্কুল জামে মসজিদের ওযুখানা নির্মাণ কাজ উদ্বোধন শ্যামনগরে বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু কাশ্মিরি ও থাইআপেল কুল চাষে সফল সাতক্ষীরার মিলন ঝাউডাঙ্গা সড়কে বাস উল্টে ১০জন আহত ঝাউডাঙ্গায় জমকালো আয়োজনে শুরু হচ্ছে পৌষ সংক্রান্তি মেলা কালিগঞ্জে শীতার্ত মানুষের পাশে ”বিন্দু” মাদ্রাসা শিক্ষক শামসুজ্জামানের বিরুদ্ধে ফের ছাত্র বলাৎকারের অভিযোগ স্বামী বিবেকানন্দ দর্শন আমাদের মুক্তির পথ : সাতক্ষীরায় ১৬০তম জন্মবার্ষিকী উৎসবে আলোচকরা আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি, ১৫ লাখ টাকা ও ৩৪ ভরি স্বর্ণালঙ্কার লুট 
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৪:৩২ অপরাহ্ন

কবিতাঃ মহাকাশ ভ্রমন

শ্রুতি খান / ৮৬১
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

আমি পৃথিবী ভ্রমণ করতে পারিনি,
কিন্তু মাঝে মাঝে মহাকাশ ভ্রমন করি।
প্রতিদিন মনের জ্বালা মিটাতে,
জ্বলন্ত সূর্যের কাছে যাই।

সূর্যের তাপদাহ আমার কাছে শীতল মনে হয়, হৃদয়ের অগ্নীশ্বর এতটা তাপদাহে উপনিত হয়।
যা সূর্যের কাছেও তেমন কোন জাগতিক বিষয় নয়।
সূর্য আমাকে গ্রহন করে নিজেকে শক্তিশালী করতে নিজ অবস্থান টিকাতে সে আমার দিকেই ছুটে আসে।

আমার ও সূর্যকে বড্ড অসহায় মনে হয়,
সূর্যের কাছে যত দ্রুত ছুটে যাই।
তারচেয়েও অধিক গতিতে সে আমার দিকেই ছুটে আসে-দেখা হয়।
সূর্য কখনো পুড়াতে পারেনি আমাকে।

সে অসহায় হয়ে আমার বুকের মাঝে পতিত হয়,
তখন আমি সূর্যের চেয়েও শক্তিশালী হয়ে উঠি।
তার চেয়েও বহুগুন বড় নক্ষত্র হয়ে সূর্যকে আগলে রাখি,
এখন কম করে হলেও কয়েক শত সূর্যকে গর্ভে ধারন করতে পারি।

আমি পৃথিবী ভ্রমন করতে পারিনি তবে,
মাঝে মাঝে মহাকাশ ভ্রমন করি।
সূর্যের আলিঙ্গনে বহুগুন বড় নক্ষত্র হয়ে উঠি।


এই শ্রেণীর আরো সংবাদ