HEADLINE
অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু বাবুলিয়ায় বি.বি ইটভাটা ধ্বংস, এস.বি.এল ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা কাদাকাটি ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কর্মকর্তা ৮ মাস অনুপস্থিত সাতক্ষীরা-৪ আসনে নৌকার মনোনয়ন সংগ্রহ করেছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা বাবলুর রহমান সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মা-ছেলে আহত দেবহাটা নির্বাচন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:৪৪ অপরাহ্ন

কবিতাঃ মহাকাশ ভ্রমন

শ্রুতি খান / ১০৩৬
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

আমি পৃথিবী ভ্রমণ করতে পারিনি,
কিন্তু মাঝে মাঝে মহাকাশ ভ্রমন করি।
প্রতিদিন মনের জ্বালা মিটাতে,
জ্বলন্ত সূর্যের কাছে যাই।

সূর্যের তাপদাহ আমার কাছে শীতল মনে হয়, হৃদয়ের অগ্নীশ্বর এতটা তাপদাহে উপনিত হয়।
যা সূর্যের কাছেও তেমন কোন জাগতিক বিষয় নয়।
সূর্য আমাকে গ্রহন করে নিজেকে শক্তিশালী করতে নিজ অবস্থান টিকাতে সে আমার দিকেই ছুটে আসে।

আমার ও সূর্যকে বড্ড অসহায় মনে হয়,
সূর্যের কাছে যত দ্রুত ছুটে যাই।
তারচেয়েও অধিক গতিতে সে আমার দিকেই ছুটে আসে-দেখা হয়।
সূর্য কখনো পুড়াতে পারেনি আমাকে।

সে অসহায় হয়ে আমার বুকের মাঝে পতিত হয়,
তখন আমি সূর্যের চেয়েও শক্তিশালী হয়ে উঠি।
তার চেয়েও বহুগুন বড় নক্ষত্র হয়ে সূর্যকে আগলে রাখি,
এখন কম করে হলেও কয়েক শত সূর্যকে গর্ভে ধারন করতে পারি।

আমি পৃথিবী ভ্রমন করতে পারিনি তবে,
মাঝে মাঝে মহাকাশ ভ্রমন করি।
সূর্যের আলিঙ্গনে বহুগুন বড় নক্ষত্র হয়ে উঠি।


এই শ্রেণীর আরো সংবাদ