HEADLINE
সাতক্ষীরার পর এবার মাগুরার সিভিল সার্জনের বিরুদ্ধে জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ! কলারোয়ায় এক কৃষকের ঝু’ল’ন্ত লা’শ উ’দ্ধা’র কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা কলারোয়ায় স্বামীর পুরুষা’ঙ্গ কে’টে দ্বিতীয় স্ত্রী’র আ’ত্ম’হ’ত্যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন : বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ ৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস

দেবহাটা প্রতিনিধি / ১৯৫
প্রকাশের সময় : সোমবার, ২২ মে, ২০২৩

নানা কর্মসূচীর মধ্য দিয়ে দেবহাটায় ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় র‌্যালী শেষে ফিঁতা কেটে ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত ভূমি সেবা সপ্তাহের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, সখিপুর ও সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মকিত, পারুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কুলিয়া ইউনিয়ন ভুমি সহাকারী কর্মকর্তা কান্তিলাল সরকার, নওয়াপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমুল খান চৌধুরী, এসিল্যান্ড অফিসের প্রধান সহকারী শেখ মোয়াজ্জেম হোসেন, অফিস সহকারী প্রদীপ কুমার ঢালীসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্মার্ট ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ইতোমধ্যেই ভূমি মন্ত্রনালয় অনলাইনের মাধ্যমে ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় সিস্টেম, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা প্রাপ্তি, ডিজিটাল সার্ভেয়িং ও ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং, অনলাইন শুনানী সিস্টেম, হটলাইন সেবা (১৬১২২) ইত্যাদি সেবা চালু করেছে। এতে করে কোন প্রকার ভোগান্তি ও ঝামেলা ছাড়াই অনলাইনে এসকল সেবা নিতে পারবেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, ভূমি সেবা সপ্তাহ ঘিরে স্বল্প সময়ের মধ্যেই ই-নামজারি কেস নিষ্পত্তি করা হবে। সেজন্য দালালের খপ্পরে না পড়ে আগামী ২৮ মে’র আগেই ই-নামজারি কেসের আবেদন করার জন্য সকলের প্রতি আহ্বানও জানিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।


এই শ্রেণীর আরো সংবাদ