HEADLINE
৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় পলাতক আসামি যশোরে গ্রেপ্তার দেবহাটায় নদীতে কাঁকড়া ধরতে গিয়ে শিশুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু সাতক্ষীরায় দু’বস্তা ফেনসিডিল’সহ মাদক কারবারি গ্রেপ্তার আমাদের সাতক্ষীরা জেলা উন্নয়নে অনেকটা অবহেলিত
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

ভারতে সরকার বিরোধিতায় সংসদ উত্তাল

রিপোটারের নাম / ৩৬০
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

তৃতীয় দিনেও সরকার বিরোধিতায় উত্তাল হলো ভারতীয় সংসদের উভয় কক্ষ ও জাতীয় রাজনীতি। দফায় দফায় মুলতবি হলো সংসদীয় অধিবেশন। বস্তুত, একাধিক বিষয় নিয়ে এমন নাজেহাল অবস্থা নরেন্দ্র মোদির সরকারকে সাম্প্রতিক সময়ে হতে হয়নি।
সরকার বিব্রত অক্সিজেনের অভাবে কারও মৃত্যু না হওয়া সম্পর্কিত বিবৃতি নিয়ে।

বিড়ম্বিত পেগাসাস নজরদারিকে কেন্দ্র করে ও বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারে সংসদ ভবনের অদূরে কৃষকনেতাদের অবস্থান আন্দোলন নিয়ে। পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতেও সরকারের সমালোচনা তীব্রতর হচ্ছে। দুশ্চিন্তা তা নিয়েও। এরই মাঝে বৃহস্পতিবার বিরোধীরা হাতে পেয়ে যান বিরোধিতার নতুন এক অস্ত্র, প্রতিষ্ঠিত হিন্দি পত্রিকা ‘দৈনিক ভাস্কর’–এ আয়কর হানা।

ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার স্মার্টফোনে ব্যবহার করে নজরদারির ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো যে রিপোর্ট প্রকাশ করেছে, বৃহস্পতিবার সংসদে তার বিরোধিতাই হয়ে ওঠে মুখ্য। ‘পেগাসাস প্রজেক্ট’–এর সেই রিপোর্টের সত্যাসত্যের মধ্যে না গিয়ে ভারত সরকার আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ওই রিপোর্টের লক্ষ্য ভারতের বদনাম করা। ভারতের অগ্রগতি রোধ করা। বিরোধীদের দাবি, সরকার যদি দোষীই না হয়ে থাকে, বিরোধীদের ওপর অহেতুক নজরদারিই যদি না চালায়, তাহলে বিচার বিভাগীয় তদন্তে বাধা কোথায়? সরকার এই দাবি মানতে নারাজ।

বৃহস্পতিবার এই বিষয়ে লিখিত কিছু পাঠ করতে তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ রাজ্যসভায় উদ্যোগী হওয়ামাত্র তৃণমূল কংগ্রেসের সদস্যরা ওয়েলে নেমে আসেন। শান্তনু সেন মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে ছিঁড়ে উড়িয়ে দেন। আরজেডি সদস্য মনোজ ঝাকে বলতে শোনা যায়, মন্ত্রীর আচরণ দুর্ভাগ্যজনক।

রাজ্যসভার মতো লোকসভাও আজ বৃহস্পতিবার বারবার মুলতবি হয়। কখনো কৃষি আইন প্রত্যাহারের দাবিতে, কখনো কোভিডকালে অক্সিজেনের অভাবে মৃত্যু না হওয়ার সরকারি বক্তব্য ঘিরে। কখনো ‘দৈনিক ভাস্কর’–এ আয়কর হানাকে কেন্দ্র করে।

দৈনিক ভাস্কর উত্তর, মধ্য ও পশ্চিম ভারতের এক জনপ্রিয় ও বহুল প্রচারিত প্রভাতি হিন্দি পত্রিকা। বৃহস্পতিবার ওই পত্রিকার দিল্লি, মধ্যপ্রদেশের ভোপাল ও ইন্দোর, রাজস্থানের জয়পুর, গুজরাটের আহমেদাবাদসহ একাধিক রাজ্যের অফিসে একযোগে আয়কর বিভাগ তল্লাশি চালায়। একই সঙ্গে তল্লাশি চালানো হয় উত্তর প্রদেশের ‘ভারত সমাচার’ নামের এক টিভি চ্যানেলের অফিসেও। খবর পাওয়ামাত্র তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ ডেরেক ওব্রায়ান, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস নেতা জয়রাম নরেশরা সরব হন। প্রত্যেকেরই এক কথা, সমালোচনা বন্ধ করতে সরকার সংবাদপত্রের কণ্ঠ রোধ করতে চাইছে। কারণ, কোভিড থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতার ছবি এই সব সংবাদমাধ্যম তুলে ধরছে।

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় অরাজকতা ও অব্যবস্থার ছবি দৈনিক ভাস্কর তুলে ধরেছিল। অক্সিজেনের অভাবে মৃত্যুর মিছিলের কাহিনি লেখা হচ্ছিল। ভারত সমাচার গঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়ার ছবি প্রচার করেছিল। গঙ্গার পাড়ে গণহারে কবর দেওয়ার খবর দেখিয়েছিল। অভিযোগ, এই প্রচারে ক্ষুব্ধ হয়েই তাদের বিরুদ্ধে আয়কর হানা। সরকারের নিন্দা জানিয়ে মমতা বলেন, ‘এভাবে সত্য চাপা দেওয়ার চেষ্টা নিন্দনীয়।’ মিডিয়ার প্রতি তাঁর আহ্বান, ‘আপনারা শক্ত থাকুন। জোটবদ্ধ থাকুন। স্বৈরাচারী শক্তি জিততে পারবে না।’


এই শ্রেণীর আরো সংবাদ