HEADLINE
৫ দিন পর ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু দেবহাটায় পাল্টাপাল্টি মারপিটে ইউপি চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি সহ আহত ৫ সাতক্ষীরা সীমান্তে নয়টি স্বর্ণের বার’সহ চোরাকারবারি আটক সাতক্ষীরায় চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট আশাশুনির কোপাত বাহিনীর প্রধান কারাগারে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় পলাতক আসামি যশোরে গ্রেপ্তার দেবহাটায় নদীতে কাঁকড়া ধরতে গিয়ে শিশুর ম’র্মা’ন্তিক মৃ’ত্যু সাতক্ষীরায় দু’বস্তা ফেনসিডিল’সহ মাদক কারবারি গ্রেপ্তার আমাদের সাতক্ষীরা জেলা উন্নয়নে অনেকটা অবহেলিত
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

কলারোয়ায় ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বিশেষ প্রতিনিধি / ৫১২
প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন -২০২১ উপলক্ষে ভোটকেন্দ্রে নিয়োজিত ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৩ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খাঁন, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।

এছাড়াও উপস্থিত কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ, কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নুরে আলম নাহিদ, উপজেলা বিআরডিবির আরডি ও এ এস এম সোহেল হোসেন প্রমুখ।প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের আলাদা কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া উপজেলায়একমাত্র ইভিএম এ ভোট গ্রহন করা হবে হেলাতলা ইউনিয়নে সে লক্ষে আগামী কাল দুই দিন ব্যাপী ইভিএম ভোট কেন্দ্র যারা দায়িত্ব পালন করবেন তাদের প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছেন কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল কবীর, বক্তব্য রাখেন বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মো.ইউনুচ আলী,নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ভূমিকা নিয়ে দিক নির্দেশনা দেন সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সজিব খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে প্রিজাইডিং , সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের উদ্দেশ্য বলেন- আইন শৃঙ্খলা বাহিনী ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরী করবে, নির্বাচনে কোন প্রকারে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ থাকবে না।।আপনারা সাহসী ভূমিকা নিয়ে ন্যায় নিষ্ঠার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস।

এর আগে কলারোয়া উপজেলা জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।


এই শ্রেণীর আরো সংবাদ