HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:১১ অপরাহ্ন

৪র্থ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কলারোয়ার যুগিখালীর ইউপি সদস্য মফিজুল

স্টাফ রিপোর্টার / ৪২৮
প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

সাতক্ষীরার কলারোয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০ সেপ্টেম্বর। নির্বাচনে বিনা প্রতিদ্ব›দ্বীতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন মফিজুল ইসলাম। তিনি উপজেলা ১২নং যুগিখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী ছিলেন। কিন্তু ওই ওয়ার্ডে তিনি ছাড়া আর কোন প্রার্থী না থাকায় উপজেলা নির্বাচন অফিস তাকে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন বলে এক পত্রে জানিয়েছেন। এ নিয়ে তিনি চার বার নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ^াস জানান, ওই যুগিখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে তিনি একমাত্র প্রার্থী ছিলেন। যে কারণে উপজেলা নির্বাচন অফিস তাকে বিনা প্রতিদ্ব›দ্বীতায় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন বলে প্রাথমিকভাবে ঘোষণা করেছে। প্রসঙ্গত, উপজেলার ১০টি ইউনিয়নে এবার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চেয়ারম্যান পদে ৩৮জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২৩জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৮৬জন। কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের টানা চারবার নির্বাচিত ইউপি সদস্য মফিজুল ইসলাম জানান, এলাকায় আমার জনপ্রিয়তা থাকায় কোন প্রার্থী আমার বিরুদ্ধে দাঁড়ায় নি। ফলে আমি টানা ৪র্থ বার নির্বাচিত হয়েছি। তিনি এজন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই শ্রেণীর আরো সংবাদ