HEADLINE
পরীক্ষার সময় পরিবহন চলা নিয়ে নিশ্চিত নয় জবির পরিবহন পুল উপকূলে সংকট বাড়ছে, সংকট সমাধানে প্রয়োজন সুপেয় পানি সহ টেকসই বেড়িবাঁধ খলিশাখালিতে প্রতিবাদ সমাবেশ, প্রশাসনের সহযোগীতা চান ভূমিহীনরা একটি ছবি হয়ে উঠেছে আদর্শ ও অনুপ্রেরণা উৎস : তথ্য প্রতিমন্ত্রী খুলনায় ইউপি ভবন থেকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩ আশাশুনিতে পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণে অভিজ্ঞতা বিনিময় সফর বল্লীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কেশবপুরের বিল খুকশিয়ায় মাছের ঘেরের বেড়িতে তরমুজ চাষে কৃষকের সাফল্য সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য থেকে ৩ জেলেসহ মাছ ধরা ট্রলার আটক অসহায় মানুষের পাশে “আল নূর” পরিবার
শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:২২ অপরাহ্ন

স্বাস্থ্য কার্যক্রমে অবদান রাখায় খুলনা বিভাগে শ্রেষ্ঠ কেশবপুর সদর ইউনিয়ন

উৎপল দে, কেশবপুর / ২৪
প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

২০২০-২১ বছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে কেশবপুর ৬নম্বর সদর ইউনিয়ন পরিষদ। খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি ও পরিবার পরিকল্পনা পরিচালক হাবিবুল হক খান শ্রেষ্ঠ ঘোষণা করে তাঁদের স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেনের কাছ থেকে সোমবার প্রশংসাপত্র গ্রহণ করেন, কেশবপুর ৬ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা। এ সময় উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস।


এ বিষয়ে কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা বলেন, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে অবদান রাখায় আমাদের ইউনিয়নকে খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ঘোষণা করা হয়েছে। এটা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এছাড়া করোনা ভাইরাস মোকাবেলায় গণস্বাস্থ্য সেবা সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানের জন্য স¤প্রতি আমাকে বাংলাদেশ গণস্বাস্থ্য সেবা এ্যাওয়ার্ড প্রদান করা হয়।


এই শ্রেণীর আরো সংবাদ