HEADLINE
ডেঙ্গু প্রতিরোধে একমাত্র উপায় জনসচেতনতা কবিতা: শরৎ মাখা শারদীয়া কেশবপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবককে কারাদন্ড পাটকেলঘাটায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় পিতাকে পি’টিয়ে হ’ত্যা ক্যান্সারে আক্রান্ত জাহানারা বাঁচতে চায় সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে পড়াশোনায় ভালো করার জন্য ৫টি কার্যকরী গাইড লাইন দেশকে অন্ধকারে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন : সাতক্ষীরায় জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান শিশুর প্রথম এক বছর: শিক্ষার ভিত্তি স্থাপন
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫০ অপরাহ্ন

সেমি-ফাইনালের ঠিকানা খুঁজবে ইতালি

স্পোর্টস ডেস্ক / ২৯৮
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

র‌্ঙ্কিংয়ের শীর্ষ দল মানেই সবসময় সেরা দল নয়। তবে দীর্ঘদিন ধরে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ থাকা বেলজিয়ামকে সেরা দলই মানছেন রবের্তো মানচিনি। বেলজিয়ানদের শক্তির জায়গাও জানা ইতালি কোচের। কিন্তু প্রতিপক্ষ শক্তিশালী বলেই নিজেদের চেনা পথ বদলাতে চান না তিনি। আক্রমণের কৌশলে ভর করেই সেমি-ফাইনালের ঠিকানা খুঁজবে ইতালি, জানিয়ে রাখলেন কোচ মানচিনি। ফিফা র‌্যাঙ্কিংয়ে বেলজিয়াম এখন এক নম্বর, ইতালি আছে দশে। তবে শক্তির বিচারে দুই দলের পার্থক্য করা কঠিন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এবার দারুণ ছন্দে আছে দুই দলই। আসরের চার ম্যাচের সবকটি জিতেছে তারা। ফেবারিট এই দুই দলের একটিকে শুক্রবার বাদ পড়তে হবে কোয়ার্টার-ফাইনাল থেকে। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে মিউনিখে। ঐতিহ্যগতভাবে ইতালি কাউন্টার অ্যাটাক নির্ভর দল হলেও মানচিনির কোচিংয়ে তারা নজর কেড়েছে আধুনিক ও আগ্রাসী ফুটবল খেলে। দারুণ কার্যকরও তাদের এই কৌশল। নিজেদের ইতিহাসে রেকর্ড অপরাজেয় যাত্রায় আছে তারা টানা ৩১ ম্যাচ না হেরে। এই টুর্নামেন্টেও চার ম্যাচে করে ফেলেছে ৯ গোল। তবে বেলজিয়ামও গতিময় ও আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে। তাদের বিপক্ষে কি একটু নিরাপদ পথ বেছে নেবে ইতালি? সেই ধারণা মানচিনি উড়িয়ে দিলেন ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে। “আমরা নিজেদের খেলাই খেলব। আমরা জানি যে, এই মুহূর্তে বিশ্বের সেরা দলের সঙ্গে আমাদের লড়াই। তিন বছর ধরে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে মানে তারা দীর্ঘদিন ধরেই খুব ভালো দল। তার পরও আমরা নিজেদের পথেই হাটব।” “ যদি পরিকল্পনা সফল না হতে থাকে, তখন হয়তো দু-একটি ব্যাপার এদিক-সেদিক করতে পারি। তবে আমাদের নির্দিষ্ট একটি ঘরানা আছে, বেলজিয়ামেরও আছে। আমি নিশ্চিত, ম্যাচটি দুর্দান্ত হবে। যে দল কম ভুল করবে, তারাই জিতবে।” এমন দুটি দলের এত আগেই দেখা হওয়াকে দুর্ভাগ্যজনক মানছেন বেলজিয়ামের কোচ রবের্তো মার্তিনেস। তার মতে, ম্যাচে ছোট ছোট ব্যাপারগুলিই গড়ে দেবে বড় পার্থক্য। “পরিসংখ্যানগতভাবে, টুর্নামেন্টের সেরা দুই দল আমরা। দুঃখজনক যে কোয়ার্টার-ফাইনালেই দুই দলের দেখা হয়ে যাচ্ছে। তবে এটিই এই টুর্নামেন্টের মান এবং আমাদের প্রস্তুত থাকতেই হবে। গোপনীয়তার খুব বেশি জায়গা এখানে নেই, দুই দলই ক্লাব দলের মতো এবং এই ম্যাচের ফলাফল নির্ধারিত হবে ছোট ছোট জায়গাগুলিতে।”000000


এই শ্রেণীর আরো সংবাদ