HEADLINE
সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১ সাতক্ষীরায় গলায় ফাঁ’স দিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহ’ত্যা কলারোয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে ইট ভাঙা গাড়ি উল্টে চালকের মৃ’ত্যু বাবুলিয়ায় বি.বি ইটভাটা ধ্বংস, এস.বি.এল ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ অপরাহ্ন

সুন্দরবন এলাকায় বনবিভাগের অভিযানে অবৈধ জাল ও রশি আটক

শ্যামনগর প্রতিনিধি / ৬৪৮
প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১

সাতক্ষীরার শ‍্যামনগর উপজেলার সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদীতে যৌথ অভিযানে অবৈধ জল ও রশি আটক করেছে বনবিভাগ নৌপুলিশ ও কোষ্টগাড।

শুক্রবার সকাল নয়টায় চুনকুড়ি নদীতে যৌথ অভিযান চালিয়েছে। এসময় ৯৭ হাজার মিটার অবৈধ নেট জাল ৪৮৭০ কেজি জাল ধরা রশি আটক করে। অবৈধ জাল আটকের পরে মুন্সীগঞ্জ নৌপুলিশ ফাঁড়ীর সামনে আগুন দিয়ে সকলের উপস্থিতে পড়ানো হয়। তবে স্থানীয় জেলেদের অভিযোগ সুন্দরবনের পাশ বন্ধ থাকায় নদীতে না যেয়ে জাল শহরের নৌকায় রাখা হয়েছিল। সেখান থেকে জাল নিয়ে এসে আগুন দিয়ে পড়িয়ে দিয়েছে। জেলে শোকর আলী বলেন, বনে পাশ বন্ধ থাকায় আমরা জাল নৌকা ধুয়ে বাড়ির সামনে রেখে দেয় সেখান থেকে কোষ্টগাড, বনবিভাগ ও নৌপুলিশরা যেয়ে জাল আর কাছি নিয়ে পড়িয়ে দিয়েছে।

সিংহড়তলী গ্রামের প্রতিবন্ধি ফজিলা (৫৫)বলেন, পাশ বন্ধ থাকায় জাল নৌকা বাড়ির পাশে রেখেছিল কিন্তু সেখান থেকে এখনে পুড়িয়ে দেছে এখন আমার বাড়ি আয় করার লোক নেই পাশ ছাড়লে কি দিয়ে মাছ ধরবে। কদমতলা ষ্টেশন কমকতা আবু সাঈদ বলেন, অবৈধ ভাবে নদীতে নেট জাল ধরায় আমরা সুন্দরবনের চুনকুড়ি নদীতে যৌথ অভিযান চালিয়ে  ৯৭ হাজার মিটার অবৈধ নেট জাল ৪৮৭০কেজি জাল ধরা রশি আটক করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।আমাদের এই অভিযান চলমান থাকবে।


এই শ্রেণীর আরো সংবাদ