বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৪২ পূর্বাহ্ন

সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু

বিশেষ প্রতিনিধি / ২৮১
প্রকাশের সময় : রবিবার, ৪ জুন, ২০২৩

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালীতে সাপে কামড়ানোর ১৩ দিন পর না ফেরার দেশে চলে গেল এক তরুন যুবক। নিহত ঐ যুবক পাটকেলঘাটার খলিষখালী হাজরাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত দলিল উদ্দীনের পুত্র হাবিবুর রহমান (৩৪)।

নিহতের স্বজনেরা জানান, হাবিবুর রহমান ২১ মে (রবিবার) বেলা ১১ টার সময় তার ফার্মে কাজ করার সময় তাকে সাপে কামড়ালে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে, এরপর সিবি হাসপাতালে ও অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৩ টার সময় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে সে স্ত্রী ও এক শিশু কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান হাবিবুরকে বাঁচানোর জন্য পরিবারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। রবিবার জোহর নামাজবাদ হাজরাপাড়া গ্রামে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এই শ্রেণীর আরো সংবাদ