সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৪১ পূর্বাহ্ন

সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য থেকে ৩ জেলেসহ মাছ ধরা ট্রলার আটক

শ্যামনগর প্রতিনিধি / ২৬২
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মান্দাবাড়িয়া অভয়ারণ্যে মাছ ধরার সময় ৩ জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় জেলেদের ব্যবহৃত ১টি ট্রলার উদ্ধার হয়েছে।
সুন্দরবন স্মাট-১ এর সদস্য ফরেষ্টার এ.বি.এম হাবিবুল ইসলাম জানান, বুধবার সুন্দরবনের অভয়ারণ্য মান্দারবাড়িয়া এলাকায় টহল দান কালে মাছ ধরারত এসব জেলেদেরআটক ও তাদের ব্যবহৃত একটি ট্রলার উদ্ধার করা হয়। আটককৃত জেলেরা হল পিরোজপুর জেলার টেংরাখালীর গ্রামের মোসলেম শেখের ছেলে আলতাফ শেখ(৬০), টগরা গ্রামের আলতাফ শেখের ছেলে রবিউল শেখ (২০), ও বাহাদুর হালদারের ছেলে আল আমিন হাওলাদার (১৮)। এদের সকলের বাড়ি পিরোজপুর জেলায় জিয়ানগর উপজেলা (ইন্দুরকানি)। এদেরকে বন আইনে মামলা দিয়ে কোটে প্রেরণ করা হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ