ডেস্ক রিপোর্টঃ সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় অভিযান চালিয়ে ৮৫০ গ্রাম গাঁজাসহ বিশ্বজিৎ কুমার মন্ডল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৯ জানুয়ারী) সন্ধার দিকে ঝাউডাঙ্গা কলেজ যাত্রী ছাউনির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিশ্বজিৎ কুমার মন্ডল কলারোয়া উপজেলার গোপিনাথপুরের নেপাল মন্ডলের ছেলে।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প সূত্র জানায়, সিনিয়র এএসপি বজলুর রশীদ এর নেতৃত্বে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা কলেজ যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে মাদক কারবারী বিশ্বজিৎ কুমার মন্ডলকে ৮৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।