HEADLINE
লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ০৯:৪৬ অপরাহ্ন

সাতক্ষীরায় বেকার ছেলে-মেয়েদের আউটসোর্সিং প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৩৩৯
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যগে বেকার কিন্তু ল্যাপটপ ও ইন্টারনেট সুবিধা আছে এমন বেকার ছেলে-মেয়েদের আউটসোর্সিং প্রশিক্ষণ শুরু হয়েছে।

৪ঠা নভেম্বর সকাল ১১ঃ০০ টায় সাতক্ষীরা উপজেলা ডিজিটাল কর্নারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা-তুজ-জোহরা এর সভাপতিত্বে বেকার কিন্তু ল্যাপটপ ও ইন্টারনেট সুবিধা আছে এমন ২০ জন বেকার ছেলে-মেয়েদের উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- শিক্ষিতরা কখনও বেকার থাকতে পারে না। বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন আউটসোর্সিং কাজ করার মাধ্যমে বেকারত্ব দূর করার অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশের বেকার যুবকদের স্বাবলম্বী করার লক্ষ্যে অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ এর ব্যবস্থা করেছেন। তিনি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য বলেন তারা যেন ভাতা ও সনদপত্র নেওয়ার জন্য প্রশিক্ষণ না নিয়ে এই  প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের কে স্বাবলম্বী করার জন্য এই প্রশিক্ষণ গ্রহন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন- শরিফুল ইসলাম, প্রোগ্রামার, জেলা প্রশাসন, সাতক্ষীরা, দেবু বিশ্বাস, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, সাতক্ষীরা সদর।


এই শ্রেণীর আরো সংবাদ