HEADLINE
সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হাম’লায় কিশোরের মৃ’ত্যু লিবিয়ায় প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, অভিযোগ করে বিপাকে পরিবার সাতক্ষীরায় প্রায় ৩ কোটি টাকার এলএসডি ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক ভোমরা স্থলবন্দর দিয়ে সাড়ে ৩শ’ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে ইছামতি নদীতে জেলের জালে ধরা পড়লো ৩শ কেজির শাপলা মাছ সা’পে কা’মড়ানোর ১৩ দিন পর সাতক্ষীরায় খামার ব্যবসায়ীর মৃ’ত্যু সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বাড়াতে হবে নারীর ভূমিকা সাতক্ষীরায় বিপুল পরিমান জন্মনিয়ন্ত্রণ ঔষধ জব্দ, আটক ২ আব্দুল মোতালেব ছিলেন সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র সুন্দরবনে পর্যটকসহ সকল ধরনের প্রবেশ ৩ মাসের জন্য বন্ধ
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন

সাতক্ষীরায় বালু’র ট্রাকে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

দেবহাটা প্রতিনিধি / ৫০৮
প্রকাশের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ইছামতি নদী থেকে তোলা বালু  আনা-নেয়া কাজে নিয়োজিত ট্রাকে পিষ্ট হয়ে আবুল কালাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬ টার দিকে সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলা সখিপুর ইউনিয়নের নারিকেলী গ্রামের পিয়ার আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় আবুল কালাম তার ক্ষেত থেকে আখ তুলতে সখিপুর টেলিফোন টাওয়ার সংলগ্ন জমিতে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে দেবহাটায় বালু নিতে আসা খুলনা মেট্রো -ট-১১-২১৩১ নাম্বারের ট্রাকটি তাকে চাপা দেয়। দূর্ঘটনাকালে ট্রাক চালক গাড়ি থামিয়ে সুকৌশলে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আবুল কালামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

উল্লেখ্য যে, চলতি বছরের ২৮ মে তার ভাই আব্দুল লতিফও মৎস্যঘেরে অবস্থান কালে বজ্রপাতে মারা যায়। স্বল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে সখিপুর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এই শ্রেণীর আরো সংবাদ