সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন

সাতক্ষীরায় বনবিভাগের অভিযানে দুইটি নৌকাসহ গরান কাঠ জব্দ

আব্দুল কাদের, শ্যামনগর / ৪১৪
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

সাতক্ষীরার শ্যামনগরের কৈখালী বনবিভাগের অভিযানে নৌকা সহ গরানকাঠ জব্দ করেছেন ৷ ৮ জুলাই  বেলা ১২টার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী স্টেশন কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্বে মরাগাং নদীর শাখা কাল চাকদা নামক স্থান থেকে ২ টি নৌকা বোঝায় প্রায় ২শ পিছ গরান কাঠ জব্দ করেন ৷ ঐ সময়ে চোরাকারবারিরা বনে ভিতরে পালিয়ে যায়।


কৈখালী স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাকারবারিরা গরান কাঠ পাঁচারের চেষ্টা করছে ৷ সংবাদের প্রেক্ষিতে টেংরাখালী টহল ফাড়ীর আওতায় চাকদা খালে পৌঁছানো মাত্র চোরাকারবারিরা লাফিয়ে গহীন সুন্দরবনে পালিয়ে যায় ৷ আমরা ২টি নৌকা বোঝায় প্রায় ২শ পিছ গরান কাঠ জব্দ করতে সক্ষম হয়েছি ৷ আমাদের এ অভিযান অব্যাহত থাকবে ৷


এই শ্রেণীর আরো সংবাদ