HEADLINE
কবিতা: উন্নয়নের শপিংমল বাংলাদেশি কমিউনিটি ইন সাইপ্রাসের নতুন কমিটি ঘোষণা পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি, ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু ভোমরা বন্দরে পেঁয়াজ মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু! ঝাউডাঙ্গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা, বাসের ১০ যাত্রী আহত কলারোয়া ফুটবল মাঠে আনন্দ মেলার নামে চলছে অবৈধ লটারির রমরমা বাণিজ্য! কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত সাতক্ষীরার নলতা শরীফে ৫৯ তম বার্ষিক ওরছ শুরু ৯ ফেব্রুয়ারি জনগণের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না- ঝাউডাঙ্গায় বেত্রবতী নদী খনন কাজ পরিদর্শনে এমপি রবি
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১০:০৪ অপরাহ্ন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু`র ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি : / ৩৫৭
প্রকাশের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলায় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের আয়োজনে দিনভর নানা কর্মসূচি পালিত হয়েছে।

সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীদের নিয়ে জেলার সভাপতি অ্যাডভোকেট আল মাহমুদ পলাশের নেতৃত্বে খুলনা রোডের মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মিরা। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট প্রবীর মুখার্জি, অ্যাডভোকেট পংকজ সরকার ও মনোরঞ্জন মুখোপাধ্যায়, জেলা সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান, সহ-মহিলা বিষয়ক সম্পাদিক মনিরা খাতুন, সহ-সাংস্কৃতিক সম্পাদক স্বরোস্বতি রাণি, সদর উপজেলা সভাপতি কেয়ম  উদ্দিন গাজি, পৌর সভাপতি আছাদুজ্জামান লাভলু সহ-সভাপতি সিরাজুল ইসলাম গাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুছা করিম,  যুগ্মসাধারণ সম্পাদক মন্টু দাস প্রমুখ।

এদিকে বেলা একটার সময় বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদর পৌর শাখার উদ্যোগে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃসুব্রত ঘোষ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাহমুদ পলাশ জেলার যুগ্মসাধারণ সম্পাদক শেখ মোঃ জাকির হোসেন, মোঃ আহসান  হাবিব পৌরসভার সভাপতি  আসাদুজ্জামান লাভলু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুছা করিম। 

দুপুরে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা কার্যালয় খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক লায়লা পারভীন সেজুতি এবং সংগঠনের জেলার বিভিন্ন নেতা-কর্মীরা।
অনুরূপভাবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাতক্ষীরা সদর উপজেলা শাখার ফিংড়ী, লাবসা, বাশদহা, বল্লী, আগড়দাড়ি ও ধুলিহর ইউনিয়ন, সহ অন্যান্য উপজেলার বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর  শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী  পালিত হয়।


এই শ্রেণীর আরো সংবাদ