সাতক্ষীরায় “পুষ্টি মেধা,দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই স্লোগানে সারাদেশের ন্যায় প্রাণিসম্পদ প্রদর্শনী – ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কার্যালয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মহসিন বিল্লাহের সঞ্চালনায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এবিএম আব্দুর রউফ, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ নাজমুস সাকিব। সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনীতে খামারিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা দুগ্ধ খামার মালিক সমিতির সভাপতি বাবু শংকর কুমার রায়, এসিআই ঔষধের প্রতিনিধি সোহাগ আহমেদ।
প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশগ্রহণ করতে আশা খুকুমনি ডেয়ারিং ফার্মের মালিক মো. সাজ্জাদ আলী গাজী বলেন, ১৯৯৯ সাল থেকে একটি গরু নিয়ে শুরু করে বর্তমানে ২৫ টি গরুর মালিক। তারমধ্যে দুধের গরু আছে ১১টি এবং গাভিন আছে আরও ৫ টি। যা থেকে প্রতিমাসে শুধু গরুর দুধ বিক্রি করি প্রায় দেড়লাখ টাকা।তাছাড়া মাংশের গরুও আছে।
আমেরিকান সর্ট হেন খামারির মালিক আহমেদ জামিল বলেন, ২০১৯ সাল থেকে চারটি সর্ট হেন দিয়ে শুরু করে বর্তমানে ১০টির মালিক। এছাড়া ১২ টি বিক্রি করেছি। যা প্রায় ১৫ হাজার টাকা। এর পাশাপাশি বিভিন্ন জাতের কবুতর ও মুরগীর চাষ করছি। আগামীতে আরও বড় পরিসরে করার ইচ্ছা আছে যদি সরকারি কোন সাহায্য সহযোগিতা পায়।
প্রাণিসম্পদ প্রদর্শনীতে জেলার মোট ৩৫ টি স্টল অংশগ্রহণ করে। তার মধ্যে আছে উন্নতজাতের ছাগল, গরু, ভেড়া, কবুতর, বিদেশি জাতের কুকুর, মুরগী, বারবারি, দুম্বা, গাড়ল, কাকাতুয়া, কালিম পাকি প্রভৃতি। এছাড়াও দেশের বিভিন্ন ভেটেনারি ঔষধ কোম্পানি ও পশুখাদ্য কোম্পানির সিপি বাংলাদেশসহ আরও ১০ টি স্টল অংশগ্রহণ করে।