সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জের ধরে পুলিশ লাইন স্কুলের ১০ম শ্রেণি শিক্ষার্থীকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। গত ১৯ নভেম্বর বিকাল সাড়ে ৫টায় সদর উপজেলার যোগরাজপুর গ্রামে এঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পিতা মফিজুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে, গত ১৯ নভেম্বর সন্ধ্যায় পূর্ব শত্রæতার জের ধরে দক্ষিণ দেবনগর গ্রামের জাকির হোসেনের পুত্র মাসুদ, অমাইনুর রহমানের পুত্র সবুজ হোসেন, মো: আব্দুর রকিবের পুত্র মিলন,ইসমাইল হোসেনের পুত্র মহাসিন হোসেন, মোস্তফার পুত্র সাগরসহ ১০/১২ জনের সংঘবদ্ধ বাহিনী মফিজুল ইসলামের বাড়িতে প্রবেশ করে। সে সময় বাড়িতে থাকা সাতক্ষীরা পুলিশ লাইনস স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থী সজিব হাসান কে টেনে হিছড়ে বের করে বেধড়ক মারপিট করে এবং শ্বাসরোধ করে হত্যা চেস্টা করে। সে সময় তারা হামলাকারীরা দুই লক্ষাধিক টাকার মালামাল ভাংচুর করে। এঘটনায় ভুক্তভোগির পিতা মফিজুল ইসলাম প্রতিকারের দাবিতে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।