স্টাফ রিপোর্টারঃ কারিগরি বোর্ডের সতন্ত্র কোর্স, নাসিং বোর্ড চায় না। ‘দাবী মোদের একটাই কারিগরি মুক্ত পেশা চায়’ এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরা জেলার সকল নাসিং ইনেসস্টিউট এর কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে শনিবার (১৩) ফেব্রুয়ারী দুপুর ২ ঘটিকায় এক বিশাল মানববন্ধন হয় সাতক্ষীরা জেলার সদর হাসপাতালের সামনে।
মানববন্ধনে বক্তারা বলেন, কারিগরী শিক্ষা বোর্ডের অধিনে পেশেন্ট কেয়ার টেকনলোজি স্টুডেন্টদের বাংলাদেশ নাসিং কাউন্সিল থেকে নাসিং লাইসেন্স বাতিল করতে হবে। FWV(ফ্যামেলি ওয়েলফেয়ার ভিজিটর) ডিপ্লোমা ইন মিডওয়াফরী সমমান দেতে হবে। এছাড়া ৫ (ফেব্রুয়ারী) বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারী কাউন্সিলের অধিনস্ত সকল স্থগিত পরীক্ষা নেওয়ার দাবীতে আমাদের আজকের এ মানববন্ধন।