HEADLINE
কবিতা: উন্নয়নের শপিংমল বাংলাদেশি কমিউনিটি ইন সাইপ্রাসের নতুন কমিটি ঘোষণা পাঁচ টাকা নিয়ে কথা কাটাকাটি, ভ্যান চালকের ঘুষিতে যাত্রীর মৃত্যু ভোমরা বন্দরে পেঁয়াজ মজুদ রাখায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু! ঝাউডাঙ্গায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা, বাসের ১০ যাত্রী আহত কলারোয়া ফুটবল মাঠে আনন্দ মেলার নামে চলছে অবৈধ লটারির রমরমা বাণিজ্য! কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত সাতক্ষীরার নলতা শরীফে ৫৯ তম বার্ষিক ওরছ শুরু ৯ ফেব্রুয়ারি জনগণের ক্ষতি করে কোনো কাজ করা যাবে না- ঝাউডাঙ্গায় বেত্রবতী নদী খনন কাজ পরিদর্শনে এমপি রবি
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন

সাতক্ষীরায় গোপন বৈঠক কালে জামায়াতে ইসলামীর ১০ মহিলা নেতাকর্মী আটক

টুডে ডেস্ক / ৬৮৩
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

সাতক্ষীরায় গোপন বৈঠক কালে জামায়াতে ইসলামের ১০ মহিলা কর্মী কে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর গ্রামের শফির বাঁশতলা নামক এলাকার মৃত রাহাজউদ্দিন এর ছেলে মােঃ আব্দুল জলিল এর বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছথেকে বিপুল পরিমাণ জিহাদি বইপত্র উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরের আব্দুল জলিল এর স্ত্রী মাজেদা খাতুন (৪৫), বাগেরহাট জেলার চিতলমারী থানার পরানপুর এলাকার মৃত মােস্তফার স্ত্রী আনােয়ারা বেগম (৫৮) তিনি খুলনার নিরালা হাজীবাড়ি – হেনার বাড়ির ভাড়াটিয়া, সাতক্ষীরা সদর উপজেলা বাঁশদাহের মােঃ মনিরুল বাশার এর স্ত্রী খাদিজা পারভীন (৪০), সাতক্ষীরা শহরের সুলতানপুর ঝিলপাড়ার চায়না পারভীন (৩৫) , আলিপুর তালবাড়িয়ার ফিরােজা বেগম (৫৫), আলিপুর বাজারখোলা এলাকার ইসমাইল মােড়ল এর স্ত্রী মর্জিনা খাতুন (৫০), এছাড়া আলিপুর তালবাড়িয়ার ফরিদা খাতুন (৪৫), একুই এলাকার রাজিয়া খাতুন (৩৫), একুই এলাকার রাফিজা খাতুন (৪৫) ও আলিপুর হাটখোলার বিউটি খাতুন ( ৪৫ )।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন জানান, সরকার বিরােধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন জামায়াতে ইসলামের গোপন বৈঠক চলছে। এমন সংবাদের ভিত্তিতে আলিপুরে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের ১০ জন মহিলা নেতাকর্মীকে আটক করাহয়েছে। এসময় তাদের কাছথেকে ১৯ টি ব্যক্তিগত রিপাের্ট বই ও কিছু জিহাদি বই উদ্ধার করাহয়। যাহার নিচের অংশে বাংলাদেশ জামায়াতে ইসলামী লেখা আছে। আটককৃতদের ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্ট এর ১৫ ( ৩ ) / ২৫ – ঘ ; ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে ও জানান তিনি।


এই শ্রেণীর আরো সংবাদ