ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় নতুন করে এক লাফে একদিনে ২৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে দেবহাটায় ২৩ জন ও আশাশুনিতে ১ জন। এনিয়ে সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত হলেন ২৮জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ জন।
ইতিমধ্যে ৪জন করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে হোমকনেন্টােইনে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে একজন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে আজ সাতক্ষীরার ২৪ জনের পজেটিভ রিপোর্ট আসে।
আক্রান্তরা ঢাকা, নারায়নগঞ্জ ও গাজিপুর ফেরত ইট ভাটা ও গার্মেন্টস কর্মী। সাতক্ষীরার সিভিল সার্জন মো: হুসাইন শাফায়ত সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি ও তাদের সংস্পর্শে যারা এসেছিল তাদেরকে চিহ্নিত করা হবে। এরপর তাদের বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে। তিনি আরো জানিয়েছেন, আক্রান্তরা নিজ বাড়িতে অবস্থান করছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি তার ফেসবুকে স্টাটাসের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন।