বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:০২ পূর্বাহ্ন

সাতক্ষীরার পৌর মেয়র চিশতীর কাছে সব ক্ষমতা বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

টুডে ডেস্ক / ১৯৫
প্রকাশের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩

‘আপনি জনপ্রতিনিধি। আর জনপ্রতিনিধির কাজ মানুষের সেবা করা। থ্রেট দেবেন না’- সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানের উদ্দেশে এ কথা বলেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে মেয়র তাসকিন আহমেদ চিশতীর কাছে সব ক্ষমতা বুঝিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। সোমবার (১৯ জুন) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, আদালতের নির্দেশ পালন না করে নিজেকে ভারপ্রাপ্ত মেয়র দাবি করা সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান আদালতে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় আদালত প্যানেল মেয়রকে বলেন, আপনি যেটি করেছেন সেটিকে থ্রেট দেয়া বলে। এত ক্ষমতা কোথায় পান? ক্ষোভ প্রকাশ করে আদালত বলেন, আরেকবার অভিযোগ পেলে জরিমানা করা হবে, শাস্তি দেয়া হবে।


এই শ্রেণীর আরো সংবাদ