HEADLINE
রপ্তানি বন্ধের ঘোষণায় একদিনেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুন সাতক্ষীরায় ফের একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট আসুন সবাই মিলে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা দূর করি সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:০৮ অপরাহ্ন

সাতক্ষীরায় ৬০৬টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

খলিলুর রহমান, সাতক্ষীরা / ১৯৪
প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

আগামী ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার জেলার সাতটি উপজেলার ৬০৬টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। রঙের আঁচড় আর সাজসজ্জায় দুর্গাদেবীকে সাজাতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার প্রতিমা শিল্পীরা। নানান রঙ আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে মন্ডপের দুর্গা দেবীর প্রতিচ্ছবি।

সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এ বছর জেলায় ৬০৬টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে কলারোয়া উপজেলার ৪৮টি, তালা ১৯৬টি, সাতক্ষীরা সদরে ১১২টি, আশাশুনি ১০৮টি, দেবহাটায় ২১টি, কালিগঞ্জে ৫১টি ও শ্যামনগর উপজেলার ৭০টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর জেলায় পূজা মন্ডপের সংখ্যা ছিল ৫৯৯টি। চলতি বছর পূজা অনুষ্ঠিত হবে ৬০৬টি মন্ডপে। গত বছরের তুলনায় এবছর পূজামন্ডপের সংখ্যা ৭টি বেড়েছে।

সাতক্ষীরা জেলা শহর ও এর আশেপাশের বিভিন্ন মন্ডপ ঘুরে দেখা গেছে, কেউ মাটির কাজ শেষ করে দেবীর গায়ে দিচ্ছেন তুলির আঁচড়, আবার কেউ ব্যস্ত প্রতিমার গায়ে কাঁদা মাটির প্রলেপ লাগাতে। তাদের যেনো দম ফেলার সময় নেই। প্রতিমা শিল্পীরা রাত দিন কাজ করে যাচ্ছেন। তাই যেন ঘুম নেই প্রতিমা শিল্পীদের।

সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, শারদীয় দুর্গাপূজায় প্রতিবছরের ন্যায় এবারও পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। প্রতিটি পূজামন্ডপে আনসার সদস্যরা ডিউটিতে থাকবে। গুরুত্বপূর্ণ মন্ডপে থাকবে পুলিশ। প্রত্যেক অফিসার বিভিন্ন থানায় বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করবে। পাশাপাশি যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদের ডিউটিগুলো সবসময় পর্যবেক্ষণ করা হবে।


এই শ্রেণীর আরো সংবাদ