বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:২৬ পূর্বাহ্ন

সাতক্ষীরায় ২দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

জি.এম আবুল হোসাইন / ৯২
প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ২দিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বে-সরকারি উন্নয়ন সেভ দ্য চিলড্রেন’র সহায়তায় “ইয়াং উইমেন ইকোনোমিক ইম্পার্মেন্ট” প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের সমাপনী দিনে মঙ্গলবার সকালে (১১জুলাই) বিটিএস এর হলরুমে ১৮ থেকে ২৫ বছর বয়সী ২৪জন নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন।

প্রশিক্ষণ পরবর্তী উদ্যোক্তাগণ তাদের ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, প্রতিযোগিতামূলক ব্যবসায় টিকে থাকার উপায়, পণ্য বিপনন প্রক্রিয়া, মূল্য নির্ধারণ, যোগাযোগ, সেবা প্রদান ও গ্রহণ, বাজারের ধারণা, ব্যবসায় আচরণ ইত্যাদি সম্পর্কে দক্ষতা অর্জন করেছেন।

প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “ইয়াং উইমেন ইকোনোমিক ইম্পার্মেন্ট” প্রকল্পের সমন্বয়কারী মো. মেহেদি হাসান, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ ও কমিউনিটি মোবিলাইজার রুবিনা খাতুন।


এই শ্রেণীর আরো সংবাদ