HEADLINE
রপ্তানি বন্ধের ঘোষণায় একদিনেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুন সাতক্ষীরায় ফের একই পরিবারের ৪ জনকে অজ্ঞান করে সর্বস্ব লুট আসুন সবাই মিলে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতা দূর করি সাতক্ষীরায় ১৫টি যানবাহন ও ৬টি মুদি দোকানে জরিমানা সরসকাটি দাখিল মাদ্রাসায় পাতানো নিয়োগ বোর্ড সম্পন্ন দক্ষিণ ফিংড়িতে “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্থিতিশীলতার দিকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যুবলীগের অঙ্গীকার আসাদুজ্জামান বাবু এমপি হলে সকল মানুষ পাবে উপকার সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত, আহত ১
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:১১ অপরাহ্ন

সাতক্ষীরায় স্কুলছাত্রকে হ’ত্যার অভিযোগে আসামির মৃ’ত্যুদণ্ডের আদেশ

নিজস্ব প্রতিবেদক / ১৭২
প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকায় তৃতীয় শ্রেণির স্কুল ছাত্রকে অপহরণের পর হত্যার অভিযোগে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। সোমবার ২ অক্টোবর দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ আদেশ দেন। তবে পলাতক থাকায় আসামী আশরাফুল ইসলাম এ সময় আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেননা।

মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামী আশরাফুল ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী গ্রামের আব্দুল জলিলের পুত্র। এদিকে, নিহত স্কুল ছাত্র রিয়াদ হোসেন সদর উপজেলার কুচপুকুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে কদমতলা কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেনিতে লেখা পড়া করতো।

মামলার এজাহার থেকে জানা যায়, মৃত্যুদ-াদেশ প্রাপ্ত আসামী আশরাফুল ইসলাম জিয়াউর রহমানের বাড়িতে মাঝেমাঝে যাতায়াত করতেন। একপর্যায়ে তিনি জিয়াউর রহমানের মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন। পারিবারিকভাবে প্রস্তাব প্রত্যাখ্যাত হলে আশরাফুল প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজতে থাকেন। এক পর্যায়ে ২০১৩ সালের ১২ ডিসেম্বর রিয়াদকে বেড়াতে নিয়ে কুপিয়ে হত্যা করে সদর উপজেলার বলাডাঙ্গা ফুটবল মাঠে ফেলে রেখে যান আশরাফুল ইসলাম। পরের দিন সকালে বলাডাঙ্গা ফুটবল মাঠ থেকে রিয়াদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে রিয়াদের পিতা জিয়াউর রহমান বাদি হয়ে আশরাফুল ইসলামকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩৪। তদন্ত শেষে সদর থানার এস.আই হুমায়ুন কবির ২০১৬ সালের ১৪ জুলাই আশরাফুল ইসলামকে আসামী করে আদালতে চার্জশীট প্রদান করেন। পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদন ও ১৭জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ মঙ্গলবার দুপুরে এ আদেশ প্রদান করেন। এ মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. রোকনুজ্জামান। অপরদিকে, রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ। তিনি জানান, শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামীকে মৃত্যুদ- দেওয়ায় রাষ্টপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখ্য, এ মামলা দায়েরের পর থেকে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামী আশরাফুল ইসলাম পলাতক রয়েছেন।


এই শ্রেণীর আরো সংবাদ