সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:২৯ পূর্বাহ্ন

সাগরদাঁড়ি ইউনিয়ন আ’লীগের আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কেশবপুর প্রতিনিধি / ৪৩৬
প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

গঠনতন্ত্র বর্হিভূত রাজাকার ও পিস কমিটির সন্তাকে সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে আহŸায়ক করার প্রতিবাদে চিংড়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কয়েক হাজার নারী ও পুরুষ অংশ নেয়।


সোমবার বিকালে সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগ,শহিদ মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবার ও যুবলীগ,ছাত্রলীগের ব্যানারে সদ্য সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা ডাক্তার শহীদুল ইসলামের সভাপতিত্বে উপজেলার চিংড়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলাকালীন বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান ৩০ বছরের একটানা ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক গাজীউর রহমান , মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দেবনাথ, মুক্তিযোদ্ধা তৌহিদুজ্জামান, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মোড়ল, কামরুল ইসলাম,অতিয়ার রহমান যুবলীগ নেতা আয়ূব হোসেন মিলন,মহিলাদের পক্ষে মনিরা বেগম, বাসন্তী দাস, ছাত্রলীগ নেতা আমিমুর রহমান, সবুজ হোসেন, শেখ শাহীন প্রমূখ। বক্তারা অবিলম্বে গঠণতন্ত্র পরিপন্থ অবৈধ আহŸায়ক কমিটি বাতিল করার দাবি জানিয়ে বলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিনের মনগড়া এ কমিটিতে শুধু পিস কমিটির সন্তানরা নয় স্বাধীনতা বিরোধীদের অনুপ্রবেশ ঘটেছে। অবিলম্বে এ কমিটি বাতিল করা না হলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এরপর একটি বিক্ষোভ মিছিল চিংড়া বাজার প্রদক্ষিণ করে


এই শ্রেণীর আরো সংবাদ