বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:০২ পূর্বাহ্ন

সাংবাদিক হাবিবকে জীবননাশের হুমকি

টুডে ডেস্ক / ২৯৮
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

ঢাকা থেকে প্রকাশিত নির্ভীক সংবাদ পত্রিকায় ‘সাতক্ষীরা মিল বাজারের জামান দালালের দৌরাত্ম্যে এলাকাবাসী অতিষ্ঠ’ শিরোণামে সংবাদ প্রকাশিত হওয়ায় অপরাধ তথ্যচিত্র পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাবিবুল্লাহ বাহার হাবিবকে জীবননাশের হুমকি দেয়া হচ্ছে। হাবিব সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। ডায়রী নম্বর ২৫৫, তারিখ ৫.১০.২০২১।

সাধারণ ডায়রীতে হাবিবুল্লাহ বাহার হাবিব বলেন, সাতক্ষীরা সদর থানার লাবসা ইউনিয়নের মাগুরা গ্রামের হোসেন আলীর ছেলে হাসানুজ্জামান মোড়ল ওরফে জামান সন্দেহবশতঃ ক্ষুব্ধ হয়ে তার নিজস্ব ক্যাডার বাহিনীর সহযোগিতায় ও তিনি হাবিবকে মোবাইলে (০১৭৭০-৩৫৯১৭০) ও স্বশরীরে এই ধরনের সংবাদ পরিবেশনের কারণে জীবননাশের হুমকি সহ ক্ষয়ক্ষতি ও স্বাভাবিক চলাফেরায় বাধা প্রদানের চেষ্টা করছে। ফলে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম আতংকে দিন কাটাচ্ছে। হাবিব আশংকা করছেন, জামান যে কোন সময় তার ও তার পরিবারের সদস্যদের ক্ষয়ক্ষতিসহ জীবননাশের মতো কার্যক্রম সংঘটিত করতে পারে।


এই শ্রেণীর আরো সংবাদ