মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৯:৩১ পূর্বাহ্ন

সম্মিলিত প্রচেষ্টায় দেবহাটার উন্নয়নকে এগিয়ে নিতে হবে- প্রেসক্লাবে ইউএনও খালিদ

দেবহাটা প্রতিনিধি / ২৫৮
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

দেবহাটার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেছেন, ‘দেবহাটা উপজেলাবাসীর জন্য ভালো কিছু করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমি এই উপজেলাতে যোগদান করেছি। আপনাদের প্রত্যেকের সহযোগীতা পেলে উপজেলার উন্নয়ন ও মানবকল্যাণে এমন কিছু কাজ আমি এখানে করে যেতে চাই, যাতে আমি চলে যাওয়ার পরও যুগযুগ এখানকার মানুষ আমাকে মনে রাখেন।  প্রেসক্লাব তথা গণমাধ্যমে সম্পৃক্ত সকলেই আমার বন্ধু। সেজন্য প্রেসক্লাবের উন্নয়নেও আমি সর্বদা সচেষ্ট থাকবো। তিনি আরোও বলেন, আমাকে ‘স্যার’ ডাকার প্রয়োজন নেই। যেসব অফিসাররা ‘স্যার’ না ডাকলে অখুশি হন, আমি তাদের দলে নই। আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেবহাটা উপজেলার উন্নয়নকে এগিয়ে নিই’। মঙ্গলবার প্রথম কর্মদিবসের দুপুরে দেবহাটা প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময়কালে নবাগত নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকী এসব কথা বলেন। প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম প্রমুখ। শুভেচ্ছা ও মতবিনিময়কালে প্রেসক্লাবের অর্থ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, নির্বাহী সদস্য নাসির উদ্দীন, সদস্য বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, দীপঙ্কর বিশ্বাস, রুহুল আমিন,  ফরহাদ হোসেন সবুজ, সহযোগী সদস্য সজল ইসলাম, শাহিনুর রহমান সহ কর্মরত সকল সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত নির্বাহী অফিসার খালিদ হোসেন সিদ্দিকীকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দরা।


এই শ্রেণীর আরো সংবাদ