বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:৫২ পূর্বাহ্ন

শ্রেষ্ঠ দফাদারের সম্মাননা পেলেন ঝাউডাঙ্গার কামরুজ্জামান

মোমিনুর রহমান সবুজ / ২৫৭
প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩

মোমিনুর রহমান সবুজ: সাতক্ষীরা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ জুলাই সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। এসময় সাতক্ষীরা সদরের ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের দফাদার মো: কামরুজ্জামানকে শ্রেষ্ঠ দফাদার সহ ১৩জন কর্মকর্তাকে শ্রেষ্ঠ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার।

সভায় পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষনিক সমাধান করেন।পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে শৃঙ্খলা বজায় রাখা, মেসে উন্নত খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, ছুটি ও টিএ বিলে ন্যায্যতা রাখা, স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, ডেংগু সম্পর্কে সতর্ক থাকা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত কল্যাণ সভায় এসময় উপস্থিত ছিলেন মোঃসজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃআমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মোঃআমিনুর ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল), মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার, (তালা সার্কেল), এমজে সোহেল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), সাতক্ষীরা সহ সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।


এই শ্রেণীর আরো সংবাদ