HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৬:৩০ অপরাহ্ন

শ্যামনগরে হরিণের মাংস’সহ ২ চোরাকারবারি আটক

আব্দুল কাদের, শ্যামনগর / ৬২
প্রকাশের সময় : সোমবার, ৮ মে, ২০২৩

সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংস সহ ২ জন চরাকারবারি আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। (৮ মে সোমবার) সকাল সাড়ে ৯ টায় শ্যামনগর থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর সদরের বাদঘাটার গ্রামের খৈতলা থেকে ১২ কেজি হরিণের মাংস সহ তাদের আটক করে।আটককৃতরা হলেন, বাদঘাটা গ্রামের রুহুলামিনের ছেলে বরিউল ইসলাম (২৮)।একই গ্রামের আমাজাদ হোসেন ছেলে আজাদ হোসেন।

স্থানীয়ওরা জানান, রবিউল ইসলাম মার্কেন্টটাইস ইনসুরেন্সের চাকরির আড়ালে দীর্ঘ দিন ধরে হরিণের মাংসের ব্যাবসার সাথে জড়িত আছে। অভিযানে থাকা শ্যামনগর থানার এস আই মোঃ সাখায়েতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মুজরুল, কনস্টেবল শাওন আহমেদ ও পলাশ উদ্দিন কে সাথে নিয়ে অভিযান চালিয়ে রবিউল ইসলাম ও তার মামা আজাদ হোসেনকে হরিণের মাংস সহ আটক করি থানা হেফাজতে আনা হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে বন আইনের মামলার প্রস্তুতি চলছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল শ্যামনগর , ভেটেনারি সার্জন ডা‌ঃ সুব্রত কুমার বিশ্বাস, জানান, প্রাথমিকভাবে জব্দকৃত মাসে হরিণের চামড়া পাওয়া গিয়েছে এবং আটককৃত ব্যক্তি স্বীকার করেছেন তিনি ৮শ টাকা কেজি ধরে ক্রয় করেছেন।


এই শ্রেণীর আরো সংবাদ