বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:২৭ পূর্বাহ্ন

শ্যামনগরে গোলাখালী আকবার আলী সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি / ৩৮০
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২


শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে গোলাখালী আকবার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তির বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছে। সরোজমিনে যেয়ে দেখা যায় তিনজন শিক্ষক স্কুলে রয়েছে কিন্তু প্রধান শিক্ষক গেল কই এবিষয়ে সহকারী শিক্ষকদের কাছে জানতে চাইলে তারা আড়িয়ে  যাওয়ার চেষ্টা করে। সহকারী শিক্ষকেরা আড়িয়ে গেলেও ছাত্র ছাত্রীদের মুখ বন্ধ করে রাখতে পারলো না যেন সাপ ধরতে এসে কেছো বেরিয়ে এলো ছাত্র ছাত্রীদের বক্তব্যই জানা গেল প্রধান শিক্ষক সপ্তাহে তিন থেকে চার দিন করে স্কুলে প্রবেশ করলেও টাইম ওভার করে ছাত্র ছাত্রীদের একটা করে সাবজেক্ট শেষ হলে প্রধান শিক্ষক স্কুলে প্রবেশ করে। শুধু তাই নয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের কাছে জানতে চাইলে তারা বলেন গোলাখালী আকবার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোন ম্যানেজিং কমিটি নেই যার কারনে স্কুলের প্রধান শিক্ষক তুষার কান্তি যেটা মনে করে সেটাই হয়। শুধু তাই নয় স্কুলে অনেক বরাদ্দ আসে শুনেছি , কিন্তু স্কুলের কোন উন্নয়ন দেখিনা।এরপরেও স্কুলে না আসার কারন টা প্রধান শিক্ষকের কাছে জিজ্ঞাসা করেছি এতো লেটে স্কুলে আসেন কেন আর সপ্তাহে তিন চার দিন স্কুলে আসেন আর বাকি সময় কোথায় থাকেন প্রধান শিক্ষক তুষার কান্তি উত্তর দিয়েছেন স্কুল থেকে আমার বাড়ি অনেক দুরে এই কারনে আসতে একটু লেট হয় আর অফিসিয়াল অনেক কাজ সেগুলো আমাকে করতে হয় এজন্য স্কুলে আসতে পারি না তার পরেও তো আরো তিনজন শিক্ষক রয়েছে তাহলে সমস্যা কোথায়। এবিষয়ে গোলাখালী আকবার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তির কাছে জানতে চাইলে বলেন আমার আজ উপজেলায় মিটিং আছে  এবিষয়ে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা  সোহাগ হোসেনের কাছে জানতে চাইলে বলেন আমি এক্ষুনি তাকে কৈফত তলব করছি। 
এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া বলেন আমরা এবিষয় টা তদন্ত করে  দেখবো


এই শ্রেণীর আরো সংবাদ