HEADLINE
ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশের ফেরার সময় ইমিগ্রেশনে পাসপোর্টযাত্রীর মৃত্যু দেবহাটা প্রেসক্লাবের বার্ষিক সভায় বর্তমান কমিটির মেয়াদ বর্ধিত; সদস্য অন্তর্ভূক্তির লক্ষ্যে উপ-কমিটি ঝাউডাঙ্গায় ৭১ সালের বালিয়াডাঙ্গা যুদ্ধের স্মৃতি চারণে আলোচনা সভা ৪র্থ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কলারোয়ার যুগিখালীর ইউপি সদস্য মফিজুল সাংবাদিক আজিজুল’র মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক সমিতির গভীর শোক সাতক্ষীরায় ধানক্ষেতে ইঁদুর মারা বিদ্যুতের ফাঁদে জড়িয়ে দু’জনের মৃত্যু বাংলাদেশ ভারত এর বন্ধুত্ব বিশ্বে রোল মডেলঃ নৌ-পরিবহন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় গোপন বৈঠক কালে জামায়াতে ইসলামীর ১০ মহিলা নেতাকর্মী আটক ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা উপলক্ষে মাধবকাটি বলফিল্ড মাঠে উৎসবের আমেজ পরীক্ষার সময় পরিবহন চলা নিয়ে নিশ্চিত নয় জবির পরিবহন পুল
সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৯ পূর্বাহ্ন

শ্যামনগরে কিশোর গ্যাংয়ের কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

শ্যামনগর প্রতিনিধি / ১৫২
প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন স্থানে বর্তমানে কিশোর গ্যাং / মাদক সেবনকারীরা নৈরাজ্য সৃষ্টি করছে। এলাকায় বেড়েছে চুরি ও ছিনতাই। যেন দেখার কেহ নাই । ক‌রোনা কালীন সময়ে স্কুল , ক‌লেজ বন্ধ থাকায় এক শ্রেনীর উঠ‌তি বয়‌সের যুবক ও মাদক সেবনকারী যুবক‌দের সমন্ব‌য়ে সৃ‌ষ্টি হ‌চ্ছে কি‌শোর গ‌্যাং। এ সমস্ত কি‌শোর গ‌্যাং দি‌নের পর দিন বড় বড় অপরাধ কর‌লেও থাক‌ছে ধরা ছোয়ার বাই‌রে । সম্প্রতি ঈ‌দের দিন সন্ধ‌্যায় রমজাননগর ইউ‌নিয়‌নের কা‌লিঞ্চী গ্রামের   এর প‌ুত্র সে‌লি‌মের নিকট থে‌কে ভেটখালী বাজা‌রের বাসস্ট‌্যান্ড সংলগ্ন এলাকা থে‌কে বু‌কে চু‌রি ধরে একটি ভি‌ভো Y11 মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই ক‌রে । এলাকাবাসী জানাই কৈখালী ও রমজাননগর এলাকার কিছু বেকার ও মাদক সেবনকারী যুবক কি‌শোর গ‌্যাং তৈরী ক‌রে ছিনতাই ক‌রে আস‌ছে । প্রশাস‌ন ক‌ঠোর অবস্থানে না গে‌লে প‌রি‌স্থি‌তি আরও ভয়াবহ হ‌বে ব‌লে ধারনা কর‌ছে স‌চেতন মহল । সময় থাক‌তে এ সমস্ত ‌কি‌শোর গ‌্যাং দের রু‌খে না দি‌লে এর চে‌য়ে বড় ধর‌নের অপরাধ সংগ‌ঠিত হ‌বে । বিষয়‌টি নজ‌রে নি‌য়ে দ্রুত আই‌নি পদ‌ক্ষেপ নেওয়ার জন‌্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।


এই শ্রেণীর আরো সংবাদ