মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ন

শ্যামনগরে এক গৃহবধূর আত্মহত্যা

শ্যামনগর প্রতিনিধি / ৫৫০
প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের আব্দুল হান্নান মিস্ত্রির স্ত্রী মোছাঃ তাহমিনা খাতুন (২১) এক শিশু পুত্র রেখে গলায়  দড়ি পেঁচিয়ে আত্যহতা করেছে।


শনিবার ১৭ জুলাই সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের আব্দুল হান্নানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা প্রতিবেদকে জানান,আব্দুল হান্নান পেশায় একজন ট্রাকের চালক ছিলেন।তার সাথে এক মেয়ের সম্পর্ক ছিল বলে জানা যায়।সে কারনে স্বামী স্ত্রী মধ্যে তর্ক বিতর্ক হতো।এ মৃত্য নিয়ে এলাকা মানুষের মধ্যে চঞ্চলকার সৃষ্টি হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচর্জা বলেন, এস আই দীপ্তশ রয় ঘটনা স্থান থেকে লাশ উদ্দার করে থানায় নিয়ে আসেছে। ১৮ জুলাই রবিবার সকালে সাতক্ষীরা মর্গে প্রেরন করা হবে। এ ঘটনায় শ্যামনগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ