বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিক্ষা দিবসে ভিবিডি সাতক্ষীরার কুইজ ও শিক্ষা সামগ্রী বিতরণ

টুডে ডেস্ক / ৪২
প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষা বিষয়ক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরার সর্ববৃহৎ সেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এর আয়োজনে রবিবার (১৭  সেপ্টেম্বর) বেলা ১২টায় শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি মো. হোসেন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ রাসেল, আবদুল গফুর, ভিবিডি সাতক্ষীরার  ট্রেজারার সাজিদুল ইসলাম, প্রজেক্ট অফিসার তরিকুল ইসলাম অন্তর, কমিটি মেম্বার অর্পণ বসু, সামিউল ইসলাম, নুসরাত জাহান জিনিয়া, আফসানা মিমি, খুশবু আক্তার মুক্তি, আমেনা খাতুন, ফারজানা আক্তার প্রমুখ।

এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।


এই শ্রেণীর আরো সংবাদ