HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৭:৪০ অপরাহ্ন

শার্শায় ৪কেজি গাঁজা ও মোটর সাইকেলসহ দু’মাদক ব্যবসায়ী আটক

টিটু মিলন, বেনাপোল / ৩৬৮
প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

যশোয়ের শার্শায় ৪কেজি গাঁজা ও একটি মোটর সাইকেল সহ জিন্নাত আলী (৫২) ও এসকেন্দার আলী (৪৫)নামে দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোড়পাড়া পুলিশ।


আটক দু’মাদক ব্যবসায়ী জিন্নাত আলী বেনাপোল পোর্ট থানার সরবাংহুদা মাঠ পাড়ার মৃত আঃ সামাদ মীরের ছেলে এবং এসকেন্দার আলী যশোর কোতয়ালী থানার আর.এন রোডের (নলডাঙ্গা রোড আলাউদ্দিন এর বাড়ির পাশে) মৃত নুর মোহাম্মদের ছেলে।শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই(নিঃ) সামনুর মোল্লা সোহান জানান,যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল জুয়েল ইমরান ও শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খানের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (৯জুলাই) সকাল সাড়ে ৬ টায় শার্শা থানার ফুলসরা গ্রামস্থ জনৈক আলী হোসেন (৬০), পিতা-মৃত কদম আলীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ৪কেজি গাঁজা ও একটি মোটর সাইকেল সহ জিন্নাত আলী ও এসকেন্দার আলী নামে দু’মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় ১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।


এই শ্রেণীর আরো সংবাদ