যশোরে মুক্তিযুদ্ধের রনাঙ্গের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মাদ শেখে’র ৫০তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (৫ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তার সমাধীস্থলে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
উপজেলা প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জালি অর্পণ করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর আলিফ রেজা,সরকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমিনুল ইসলাম।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন,ডিহি ইউনিয়ন পরিষদের পক্ষে প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা,নূর মোহাম্মাদের নামে গড়ে ওঠা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এসময় উপস্থিত ছিলেন,বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদের দৌহিত্র সায়মুন হোসেনসহ পরিবারবর্গ, কাশিপুর বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার মনির হোসেন, নিজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রভাষক আলীম রেজা বাপ্পি,বেলতা কাশিপুর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্ম কওমী মাদ্রাসার মোহতামীম মাওঃ শাহজাহান আলী, জান্নাতা খানম মহিলা কওমী মাদ্রাসার মোহতামীম মাওঃ কামাল হোসাইন, নিজামপুর ইউনিয়নের ছাত্র লীগের সভাপতি সুমন আহমেদসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
শ্রদ্ধাঞ্জলি শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জৈষ্ঠ্য পুত্র গোলাম মোস্তফা কামাল।
উল্লেখ্য,১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুরের গোয়ালহাটি গ্রামে পাক-হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে শাহাদাৎ বরণ করেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ।