“”এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ””
আজ শার্শা উপজেলা প্রশাসন ও বিআরডিবি এর আয়োজনে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এসএমই ঋণ বিতরণের শুভ উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য,শার্শা উপজেলা থেকে বার বার নির্বাচিত, জননন্দিত জননেতা শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,বিআরডিবি যশোরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান,শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বদরুল আলম খান,প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।