HEADLINE
ডেঙ্গু প্রতিরোধে একমাত্র উপায় জনসচেতনতা কবিতা: শরৎ মাখা শারদীয়া কেশবপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবককে কারাদন্ড পাটকেলঘাটায় ছেলেকে মারধরের প্রতিবাদ করায় পিতাকে পি’টিয়ে হ’ত্যা ক্যান্সারে আক্রান্ত জাহানারা বাঁচতে চায় সাতক্ষীরায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত কারাগারে পড়াশোনায় ভালো করার জন্য ৫টি কার্যকরী গাইড লাইন দেশকে অন্ধকারে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন : সাতক্ষীরায় জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান শিশুর প্রথম এক বছর: শিক্ষার ভিত্তি স্থাপন
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন

শার্শায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ: গুলিবিদ্ধ ৩, আহত ১২

টিটু মিলন, বেনাপোল / ৪৫৪
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

যশোরের শার্শার গোগায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও আনারস প্রতিকের কর্মি সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিন জন গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অনন্ত ১০/১২ জন আহত হয়েছে। এরা হলেন অগ্রভুলোট গ্রামের নয়মদ্দীনের ছেলে ফজের আলী(৩৫),আজিবর রহমানের ছেলে আশরাফুল(২৫),ওমর আলীর ছেলে রবিউল ইসলাম। 


জানাগেছে,গত বৃহস্পতিবার রাতে নৌকার সমার্থকরা তাদের পথসভা শেষে আনারস প্রতিকের একটি নির্বাচনি অফিসে হামলা চালিয়ে ভাংচুরসহ তান্ডবলিলা চালাই।পরে আনারস প্রতিকের সমার্থকরা এর বিরুদ্ধে প্রতিবাদ করে দুই পক্ষ মারমুখী অবস্থান নেয়। এরই জেরে শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে আনারস প্রতিকের তিন জন গুলিবিদ্ধ সহ ১০/১২ জন আহত হয়।পরে আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স এ ভর্তি করা হয়েছে।


স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তবিবর রহমান জানান,আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকা প্রতিকের প্রার্থী আব্দুর রশিদ তার বাহিনি দিয়ে প্রথমে আমার নির্বাচনী অফিস  ভাংচুরসহ কর্মি সমার্থকদের পিটিয়ে আহত করে।আমার সমার্থকেরা এর প্রতিবাদ জানালে রশিদের পেটোয়া বাহিনী পাঁচভুলোট গ্রামের সবুর বদ্দি, সুজন বদ্দী,আনসার বদ্দী,তরী বদ্দী,জিল্লু,আহসান এর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল আমার কর্মি সমার্থকদের লক্ষ করে অস্ত্র উচিয়ে গুলি চালাই এতে করে আমার তিনজন কর্মী গুলিবিদ্ধ সহ ১০/১২ জন আহত হয়েছে।


নৌকা প্রতিকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ জানান,আমরা শান্তিপূর্ণ ভাবে নির্বাচনের জন্য ভোট প্রার্থনা ও সমাবেশ করছি। কিন্তুু আমার প্রতিপক্ষ পায়ে পা বাধিয়ে হট্টগোলের চেষ্টায় সবসময় লিপ্ত থাকে।গত বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এসে গোগা বাজারে একটি নির্বাচনী পথসভা করে নৌকা মার্কার বিপক্ষে যে সমস্ত আওয়ামিলীগের নেতৃবৃন্দ অবস্থান নিয়েছে তাদের বহিষ্কার করা হবে বলে ঘোষনা দেন। তার পরই তারা নৌকার কর্মিদের উপর মারমুখী হয়ে গোগা বিল পাড়ায় তিনজন নৌকার কর্মিকে কুপিয়ে যখম করে।তাদের কে উদ্ধার করে স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করা হয়েছে।


শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি বদরুল আলম খান জানান,বিষটি শুনেছি।দুপক্ষের সংঘাত রুখতে গোগা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 
এ রিপোট লেখা পর্যন্ত সংঘর্ষের আশংকায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে 


এই শ্রেণীর আরো সংবাদ