HEADLINE
সাতক্ষীরায় অভিনব কায়দায় মাদক পাচার, আটক ২ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা চাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪ তলা ভবন উদ্বোধন বর্তমান বিশ্বে মানবধিকার বিপর্যয়ের মুখে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি-অনিয়ম হলে কঠোর ব্যবস্তaবিভাগীয় কমিশনার খুলনা সাতক্ষীরায় ১১টি ভারতীয় ইয়ারগানসহ ১ চোরাকারবারি আটক সাতক্ষীরায় ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষক আটক চোরাচালানের স্বর্গরাজ্য এখন সাতক্ষীরা সীমান্তের রেউই এলাকা! ভূমি সেবা সপ্তাহে দু’দিনেই নিষ্পত্তি হবে ই-নামজারি কেস সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী দুই বন্ধুর মৃ*ত্যু
রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৪১ পূর্বাহ্ন

শার্শায় অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারালেন গরু ব্যবসায়ী

টিটু মিলন, বেনাপোল / ৩৩৭
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

যশোরের শার্শার বাগআঁচড়ায় অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারালেন আরশাফ আলী (৫০) নামে এক গরু ব্যবসায়ী। মঙ্গলবার সকালে ঝিকরগাছা- নাভারন টু সাতক্ষীরা রুটে যাত্রীবাহী একটি বাসে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগআঁচড়া জোহরা ক্লিনিকে পরে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। তিনি ঝিকরগাছার বহরামপুর গ্রামের বাসিন্দা।


জানা যায়, ঝিকরগাছার থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসযোগে তিনি বাগআঁচড়ার সাতমাইল পশু হাটে যাচ্ছিলেন গরু কিনতে।বাস বাগআঁচড়ায় পৌঁছানোর পর যাত্রী নেমে গেলেও তিনি না নামায় বাসের শ্রমিক তার কাছে গিয়ে দেখেন তিনি অজ্ঞান অবস্থায় আছেন। তারা দ্রুত প্রথমে বাগআঁচড়া জোহরা ক্লিনিক পরে স্থানীয়দের সহযোগিতায় একটি ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

পরিবার সুত্রে জানা যায়,আশরাফ গরু কেনাবেচার ব্যবসা করেন।মঙ্গলবার ঝিকরগাছা-সাতক্ষীরা রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসে করে বাগআঁচড়া সাতমাইল পশুর হাটে গিয়েছিলেন গরু কিনতে। তার কাছে গরু কেনার ১ লক্ষ ৬০ হাজার টাকা ছিল বলে তারা জানান।


এই শ্রেণীর আরো সংবাদ